কলকাতা: রাজ্য সরকারের একটি বৃত্তি যোজনা হল বিকাশ ভবন স্কলারশিপ, যার পোশাকি নাম ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ বা মেরিট কাম মিনস স্কলারশিপ। যে সমস্ত ছাত্র-ছাত্রী সম্প্রতি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পাশ করে পড়াশুনোর পরবর্তী ধাপে যেতে চান, তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের এই স্কলারশিপের আবেদন করলে আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
যে সমস্ত ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করবেন তারা যদি উচ্চমাধ্যমিকে ভর্তি হতে চান তাহলে তাদের মাধ্যমিকে ন্যুনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। যদি আবেদনকারী স্নাতক স্তরে (অনার্স, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা) ভর্তি হতে চান তাহলে তাদের উচ্চমাধ্যমিকে ন্যুনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। যদি কেউ স্নাতকোত্তরে (Post Graduation) ভর্তি হতে চান তাহলে তাকে স্নাতক স্তরে ৫৩ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে কেউ যদি পলিটেকনিকে ভর্তি হতে চান তাহলে তাকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে। এবং যেসব ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ অথবা কোনও সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছেন তারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদন পদ্ধতি
রাজ্য সরকারের এই স্কলারশিপের আবেদন সরাসরি অনলাইনে করা যায়। অনলাইনে আবেদন করার জন্য www.svmcm.ebhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে প্রত্যেক প্রার্থীকে এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীকে রেজিস্ট্রেশনের সময় বর্তমান কোর্সের নিরিখে ‘ডিরেক্টরেট (Directorate)’ নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পাওয়া যাবে অ্যাপ্লিকেশন আইডি। এরপর এই আইডি দিয়ে আবেদন করতে হবে স্কলারশিপের জন্য।
কোন কোর্সের জন্য কোন ডিরেক্টরেট
উচ্চমাধ্যমিক স্তর — ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন (DSE)
স্নাতক স্তর এবং স্নাতকোত্তর স্তর – ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন (DPI)
মেডিকেল কোর্স – ডিরেক্টোরেট অফ মেডিকেল এডুকেশন(DME)
পলিটেকনিক কোর্স – ডিরেক্টোরেট অফ টেকনিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (DT&T)
ইঞ্জিনিয়ারিং – ডিরেক্টোরেট অফ টেকনিকেল এডুকেশন (DTE)
স্কলারশিপের টাকার পরিমাণ
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২১ এর জন্য উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীরা প্রতি মাসে ১০০০ টাকা, স্নাতক স্তরের প্রার্থীরা প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত, স্নাতকস্তরের প্রার্থীরা প্রতি মাসে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত এবং পলিটেকনিক স্তরের প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন।
আবেদন করতে প্রয়োজনীয় নথী, আবেদনের শেষ তারিখ
এই স্কলারশিপের জন্য প্রার্থীকে আবেদন করার সময় যে সমস্ত নথীর প্রতিলিপির ছবি আপলোড করতে হবে সেগুলি হল – জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শেষ পরীক্ষার রেজাল্ট, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, পারিবারিক বাৎসরিক আয়ের শংসাপত্র, আবেদনকারীর ভোটার বা আধার বা রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুক, নতুন কোর্সে ভর্তির রশিদ। এই সমস্ত নথী স্ক্যান করে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। এছাড়াও এই পিডিএফ ফাইলের আয়তন কোনওভাবেই ১ এমবির বেশি হওয়া চলবে না। আবেদনের সময় সমস্যা হলে বিকাশ ভবনের হেল্পলাইন নম্বর – ১৮০০১০২৮০১৪ বা ইমেল আইডি -helpdesk.svmcmeb@gov.in- এ মেল করা যেতে পারে।
রাজ্য সরকারের এই স্কলারশিপের অক্টোবর মাস থেকেই আবেদন নেওয়া শুরু হয়ে যায়। আবেদন চলবে ২০২২ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে এ বছর এখনও পর্যন্ত এই স্কলারশিপের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
আরও পড়ুন: West Bengal job: প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়, জানুন আবেদনের শেষ তারিখ