Wipro Recruitment: সদ্য স্নাতক পাশ করেছেন? চাকরির সুযোগ নিয়ে হাজির Wipro, বেতন কত জানুন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Mar 15, 2023 | 8:40 AM

Wipro Recruitment: উইপ্রোতে স্নাতক পাশেই মিলবে চাকরি। আবদেন করা যাবে ২৮ মার্চ পর্যন্ত।

Wipro Recruitment: সদ্য স্নাতক পাশ করেছেন? চাকরির সুযোগ নিয়ে হাজির Wipro, বেতন কত জানুন
ছবি সৌজন্যে: টুইটার

Follow us on

রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। টেক সংস্থা উইপ্রো সাইবার সিকিউরিটি অ্য়ানালিস্ট পদে লোক নিচ্ছে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের স্নাতক পাশ করতেই হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা :

উইপ্রো (WIPRO)

নিয়োগস্থল:

ভারতের কোচি, কোয়েম্বাটুরের, বেঙ্গালুরুর জন্য নিয়োগ করা হচ্ছে

পদের নাম:

সাইবার সিকিউরিটি অ্য়ানালিস্ট (Cyber Security Analyst) পদে নিয়োগ করা হবে। তবে শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

বেতন:

এই পদে বার্ষিক ৪,৯০,০০০ টাকা পাবেন কর্মীরা।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং, বিজনেস ও অপারেশনসে স্নাতক হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে আবেদনের ক্ষেত্রে কোনও উচ্চসীমা নেই।

নির্বাচন পদ্ধতি:

বয়স, নিয়োগস্থল, যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই তো হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সংস্থার তরফে কোনও খবর পাওয়ার জন্য ১ মাস অপেক্ষা করতে হবে।

আবেদন মূল্য:

কোনও ফি দিতে হবে না প্রার্থীদের

আবেদনের শেষ তারিখ:

২৮ মার্চ অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন 

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla