Recruitment News: দিল্লি পুলিশে ৭ হাজারেও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ হবে, চলছে আবেদন
দিল্লি পুলিশে পুরুষ কনস্টেবল পদে ৫ হাজার ৫৬ জনকে নিয়োগ করা হবে। মহিলা কনস্টেবল পদে ২ হাজার ৪৯১ জনকে নিয়োগ করা হবে।
নয়াদিল্লি: দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে। ৭ হাজার ৫৪৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলাদের আবেদনের ক্ষেত্রে যে সব শর্ত রয়েছে তা বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
দিল্লি পুলিশে পুরুষ কনস্টেবল পদে ৫ হাজার ৫৬ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক পাশ করা আবশ্যক। সেই সঙ্গে লার্জ মোটর ভেহিকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যদিকে মহিলা কনস্টেবল পদে ২ হাজার ৪৯১ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য মহিলাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। তবে ড্রাইভিং লাইসেন্সের বাধ্যবাধ্যকতা নেই মহিলাদের ক্ষেত্রে।
এই সব পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতার পরীক্ষাও দিতে হবে। নির্দিষ্ট শারীরিক গঠন থাকলে তবেই এই সব পদের জন্য আবেদন করা যাবে। সেই শারীরিক গঠনের বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। ১ সেপ্টেম্বর থেকে এই সব পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। এই লিঙ্কে ক্লিক করে দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি।