প্যারা মেডিক্যাল পদে ১০৩৮ জনকে নিয়োগ, চলছে আবেদন গ্রহণ
প্যারা মেডিক্যাল পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। ১ অক্টোবর থেকে এই সব পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

নয়াদিল্লি: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) গোটা দেশ জুড়ে নিয়োগ করবে। বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করবে ইএসআইসি। এই সব পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তার বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই পদে গোটা দেশে মোট ১ হাজার ৩৮ জনকে নিয়োগ করা হবে।
প্যারা মেডিক্যাল পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে হবে। ১ অক্টোবর থেকে এই সব পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
দেশের অধিকাংশ রাজ্যেই প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগ করবে ইএসআইসি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি আসন। সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। এসটি এসসি দের জন্য ২৫০ টাকা ফি দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।
