AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Clerk Recruitment: সরকারি হাসপাতালে Group C, Group D পদে নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে

Clerk Recruitment: যারা এখনও কর্মহীন বা দ্রুত চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বড় সুযোগ। মাধ্যমিক পাশে রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ সি ও গ্রুপ জি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Clerk Recruitment: সরকারি হাসপাতালে Group C, Group D পদে নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: May 08, 2022 | 9:00 AM
Share

কলকাতা: দিন যত যাচ্ছে, চাকরির বাজার ততই খারাপ দিকে এগচ্ছে। করোনা পরিস্থিতির পর বেসরকারি সংস্থায় কর্মরত অনেকেই চাকরি হারিয়েছেন। সরকারি চাকরির যেহেতু নিরাপত্তা আছে, তাই সরকারি চাকরি পাওয়ার ঝোঁক অনেকটাই বাড়ছে। বেসরকারি চাকরি করেও অনেকে সরকারি চাকরির পরীক্ষা পাশের প্রস্তুতি নিচ্ছেন। তবে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে সরকারি গড়িমসির কারণে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হন। যারা এখনও কর্মহীন বা দ্রুত চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বড় সুযোগ। মাধ্যমিক পাশে রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ সি ও গ্রুপ জি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আলিপুর কম্যান্ড হাসপাতালের এএমসিতে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে যাবতীয় বিস্তারিত তথ্য দেওয়া হল। লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষার পর কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ- ৩ টি

সাফাইওয়ালা: শূন্যপদ- ৩৫ টি

নাপিত: শূন্যপদ- ৯ টি

চৌকিদার: শূন্যপদ- ১২ টি

কুক: শূন্যপদ- ৩ টি

হেলথ ইনস্পেক্টর: শূন্যপদ- ১৮ টি

ট্রেডসম্যাম মেট: শূন্যপদ- ৮ টি

ওয়ার্ড সহায়িকা: শূন্যপদ- ৫৩ টি

ওয়াশারম্যান: শূন্যপদ- ১৭ টি

* ওপরের পদগুলির শিক্ষাগত যোগ্যতা জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন

বয়সসীমা

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র হেলথ ইনস্পেক্টর পদের ক্ষেত্রে আবেদনের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

এই পদে শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে না। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি দিয়ে খামে করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকাার পোস্টার অর্ডার পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা– The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 7000027