WB Primary TET: প্রাথমিক শিক্ষক হতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? বেতন কত? জেনে নিন খুঁটিনাটি

অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জেনে নিন

WB Primary TET: প্রাথমিক শিক্ষক হতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? বেতন কত? জেনে নিন খুঁটিনাটি
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 6:24 PM

পাঁচ বছর পর রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মী নিয়োগ করা হবে। ১৪ অক্টোবর এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় খুঁটিনাটি একনজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও ২ বছরের ডি.এল.এড কোর্স করা বাধ্যতামূলক বা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর সহ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। স্নাতক পাশের সঙ্গে সঙ্গে বি.এড কোর্স করা থাকলেও আবেদন করা যাবে।

বয়স: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্য হতে হবে।

বেতন: ২৮, ৯০০ টাকা। এর পাশাপাশি বেসিক বেতনের ১২ শতাংশ HRA

টেটে পাস মার্ক ও নিয়োগ পদ্ধতি

সাধারণ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাস করে থাকতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী এবং উপযুক্ত চাকরি প্রার্থীরা WBBPE-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ১৫০ টাকা এবং OBC দের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC, ST, PH দের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন