Indian Railway Jobs: কীভাবে পাবেন ট্রেন চালকের কাজ? কীভাবে করবেন পড়াশোনা?

Indian Railway Jobs: লোকো পাইলটের কাজ পেতে গেলে কোনও প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতকের পর কোনও টেকনিক্যাল বিষয়ের উপর করতে হবে পড়াশোনা।

Indian Railway Jobs: কীভাবে পাবেন ট্রেন চালকের কাজ? কীভাবে করবেন পড়াশোনা?
ছবি - কীভাবে পাবেন রেল চালকের কাজ?
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2022 | 9:15 AM

কলকাতা: জীবনে প্রতিষ্ঠিত হতে সরকারির চাকরির (Goverment Jobs) খোঁজ করেন দেশের সিংহভাগ যুবক-যুবতীই। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মধ্যে রয়েছে বড় তফাৎ। অধ্যাবসায়, ধৈর্য্য, সঠিক পড়াশোনার মধ্য দিয়েই পাওয়া যেতে পারে সরকারি চাকরি। রাজ্য় সরকারের বদলে সে কাজ যদি হয় কেন্দ্র সরকারের, তাহলে তো সোনায় সোহাগা। ধরুন, আপনি বসে আছেন ট্রেনের চালকের আসনে। সঙ্গে নিয়ে যাচ্ছেন কয়েক হাজার যাত্রীকে। মাথার উপর বড় দায়িত্ব, কিন্তু সঙ্গে মিলছে মোটা বেতন। ট্রেনের চালক বা লোকো পাইলটের কাজের (Loco Pilot Jobs) স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু কীভাবে পাওয়া যায় এই কাজ? 

লোকো পাইলটের কাজ পেতে গেলে কোনও প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতকের পর টেকনিক্যাল কোনও বিষয়ের উপর পড়াশোনা করতে হবে। এ ক্ষেত্রে কোনও প্রার্থী চাইলে আইটিআই নিয়ে পড়াশোনা করতে পারেন। বা কোনও ডিপ্লোমা কোর্স করা যেতে পারে ইঞ্জিনিয়রিংয়ের উপরে। এদিকে আইটিআই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক, কোনও স্তরের পড়াশোনা শেষের পর করা যেতে পারে। আইটিআইয়ের ক্ষেত্রে আবার বিভিন্ন বিষয় আছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার সহ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যেতে পারে। যে কোনও একটি বিষয় নিয়ে পড়াশোনা শেষের পরেই আবেদন করা যেতে পারে লোকো পাইলটের পরীক্ষায়। 

বয়সসীমা কত? 

জেনারেল ক্যাটগরির পড়ুয়াদের ক্ষেত্রে লোকো পাইলটের পরীক্ষায় বসার জন্য বসার জন্য ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এ ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।

কীভাবে করা যাবে আবেদন?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি সাধারণত এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের ফর্ম ফর্ম বের করে। ফর্ম ফিলাপ চলে অনলাইনে। আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের দিতে হয় ৫০০ টাকা। মহিলা প্রার্থী, তফশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে আবেদন মূল ২৫০ টাকা। 

বেতন কত?

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে জয়েনিংয়ের পরেই কোনও প্রার্থীর বেতন হয় ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। তবে সমস্ত কেন্দ্রীয় সুযোগ-সুবিধা মিলিয়ে গোটা স্যালারি প্যাকেজ দেখা হয় তবে স্যালারির পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজারের কাছাকাছি।