Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ, কীভাবে করবেন আবেদন? বেতন কত?

Calcutta University: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। তৈরি হচ্ছে নতুন চাকরির সুযোগ। এবার নতুন নিয়োগ হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ, কীভাবে করবেন আবেদন? বেতন কত?
ছবি - কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে নতুন চাকরির সুযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 7:22 PM

কলকাতা: করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি(Indian Economy)। ফিরছে শিক্ষা ব্যবস্থার (Education System) হাল। ফের নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থান (Employment)। এবার নতুন চাকরির খোঁজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University)। ‘প্রজেক্ট অ্যাসোসিয়েট -II’ পদে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। যা নিয়ে নয়া উন্মাদনা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে, বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া রয়েছে।

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রযুক্তি-শিল্প গবেষণা ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায়, কোনও বিজ্ঞান-প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অ্যান্টেনা ইঞ্জিনিয়ারিং দক্ষতা থাকলে মিলবে অগ্রাধিকার।

বয়সসীমা

২০২২ সালের ২ মে পর্যন্ত আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। একইসঙ্গে শুধুমাত্র ভারতীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের খরচ

এই ক্ষেত্রে রয়েছে সুখবর। আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

নির্বাচনের পদ্ধতি

কোনও লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার পরেই হবে নিয়োগ প্রক্রিয়া। তবে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে চুক্তি ভিত্তিতে। নতুন চাকরি প্রাপকদের কাজের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

বেতন কত ?

এই পদে চাকরি প্রাপকরা প্রতি মাসে ৩৫০০০ হাজার টাকা বেতন পাবেন।

কোন কোন নথিপত্রের প্রয়োজন রয়েছে ?

যে সমস্ত প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশ নেবেন তাঁদের অবশ্যই তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্য কোনও প্রাসঙ্গিক নথিপত্রের সমর্থনে শংসাপত্রের স্বাক্ষরযুক্ত কপি আনতে হবে।

কবে হচ্ছে ইন্টারভিউ ?

আগামী ২ মে সোমবার সকাল ১১টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে ইন্টারভিউ প্রক্রিয়া।

আরও পড়ুন- কলকাতা পুরনিগমে বড় চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন ?