AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরে চাকরি করতে চান? দ্রুত আবেদন করুন

বাঙালি বরাবরই ঘুরতে যেতে ভালবাসে। অনেকেই হয় সমুদ্র নয়ত পাহাড়ে ঘুরে বেড়ান। তবে সমুদ্রপ্রেমীরা যদি সেই সুযোগ পান তাহলে কেমন হয়? কারণ, সৈকত শহরেই রয়েছে এবার চাকরির সুযোগ।

Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরে চাকরি করতে চান? দ্রুত আবেদন করুন
দিঘার জগন্নাথ মন্দিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 2:14 PM
Share

দিঘা: সম্প্রতি মহাধুমধামের সঙ্গে উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ ধামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে উদ্বোধন করেছিলেন এই ধামের। পরবর্তীতে বাড়ি-বাড়ি পৌঁছে যায় জগন্নাথ দেবের প্রসাদ। এবার সেই জগন্নাথ মন্দিরেই চাকরির সুযোগ। হ্যাঁ ঠিকই শুনেছেন জগন্নাথ মন্দিরের জন্য নেওয়া হচ্ছে লোক।

বাঙালি বরাবরই ঘুরতে যেতে ভালবাসে। অনেকেই হয় সমুদ্র নয়ত পাহাড়ে ঘুরে বেড়ান। তবে সমুদ্রপ্রেমীরা যদি সেই সুযোগ পান তাহলে কেমন হয়? কারণ, সৈকত শহরেই রয়েছে এবার চাকরির সুযোগ।

জগন্নাথ ধাম কর্তৃপক্ষ সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে লোক নেওয়া হচ্ছে মন্দিরের জন্য। মূলত, ‘পাবলিক রিলেশনস ম্যানেজার’ পদে নিয়োগ করা হবে। তবে এই আবেদন কারা করতে পারবেন? নিয়োগ হলে তাঁকে কী কাজ করতে হবে? এই সবটাই বিস্তারিত আলোচনা করা হল।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • এক বছরের জন্য PRM নিয়োগ করা হচ্ছে।
  • চুক্তভিত্তিক কাজ এটি
  • প্রার্থীদের অবশ্যই যে কোনও বিষয়ে স্নাতকের ডিগ্রি থাকতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিক্রয় (Sales) বিষয়ক অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • আবেদন করার বয়সের সীমা সর্বোচ্চ ৬০ বছর।
  • কত বেতন দেওয়া হবে তার উল্লেখ নেই
  • ওয়াক-ইন-ইন্টারভিউ হবে
  • পরীক্ষার তারিখ- ৫ সেপ্টেম্বর ২০২৫
  • সময়-সকাল ১১টা
  • স্থান-PMU অফিস চতুর্থ তল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, জগন্নাথ ধাম দিঘা, পূর্ব মেদিনীপুর

কী কাজ করতে হবে?

  • জনসংযোক আধিকারিককে স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম, ডিএসডিএ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রাখতে হবে।
  • মন্দিরে আগত ভক্তরা কী ফিডব্যাক দিচ্ছে সেই দিকে নজর রাখা।
  • দিঘায় আসা পর্যটকদের আরও উন্নত পরিষেবা দিতে হোটেলগুলির সঙ্গেও সমন্বয় তৈরি করা