NCSM Recruitment: দ্বাদশ পাসেই কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, হাতে মাত্র দু’দিন, তাড়াতাড়ি করুন আবেদন

NCSM Recruitment: ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামে জুনিয়র স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। ৩১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

NCSM Recruitment: দ্বাদশ পাসেই কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, হাতে মাত্র দু'দিন, তাড়াতাড়ি করুন আবেদন
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 9:00 AM

সরকারি চাকরি করার স্বপ্ন অনেকেই দেখেন। বেশিরভাগ মানুষেরই একটি ধারণা থাকে, সরকারি চাকরি খুব সুখের হয়। এবং বিভিন্ন পে কমিশন কার্যকর হলে সেখানে বেতন বৃদ্ধির সম্ভাবনা ও পরিমাণও বেশি থাকে। তাই অনেকেই সরকারি চাকরির জন্য একাগ্রতার সঙ্গে সেই পরীক্ষায় বসে থাকেন। এবং কেন্দ্রীয় সরকারে নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকেন। এবার সেইসব চাকরি প্রার্থীর জন্য সুখবর। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums)

পদের নাম:

জুনিয়র স্টেনোগ্রাফার (Junior Stenographer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

৩ টি পদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ডের অধীনে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাস করতে হবে আবেদনকারীকে।

বয়সসীমা:

২০২২ সালের ৩১ অক্টোবর অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Controller of Administration, National Council of Science Museums, Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700091

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি,বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। বাকি সব ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা করে দিতে হবে। ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে করতে হবে পেমেন্ট।

নির্বাচন পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ:

৩১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন-ncsm.gov.in