Kanchrapara Workshop Railway Hospital: কাঁচরাপাড়ায় রেলের হাসপাতালে চিকিৎসক নিয়োগ, ৫ ডিসেম্বর ইন্টারভিউ

কাঁচরাপাড়া ওয়ার্কশপের রেলের হাসপাতালে মোট তিন জন চিকিৎসককে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োদ করা হবে। ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে এই নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

Kanchrapara Workshop Railway Hospital: কাঁচরাপাড়ায় রেলের হাসপাতালে চিকিৎসক নিয়োগ, ৫ ডিসেম্বর ইন্টারভিউ
কাঁচরাপাড়ায় রেলের হাসপাতালে নিয়োগImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:30 AM

কাঁচরাপাড়া: পূর্ব রেলের কাঁচরাপাড়া ওয়ার্কশপের হাসপাতালে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই চিকিৎসক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিতে নেওয়া হবে এবং ১২ বার সেই চুক্তি পুনর্নবীকরণ হবে।

কাঁচরাপাড়া ওয়ার্কশপের রেলের হাসপাতালে মোট তিন জন চিকিৎসককে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োদ করা হবে। ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে এই নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। আইসিইউ ট্রেনিং এবং জেনারাল ডিউটি মেডিক্যাল অফিসারের ট্রেনিং থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের পর সফলদের প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

ডাক্তারি পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ৫৩ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। কাঁচরাপাড়া ওয়ার্কশপের হাসপাতালে চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের ঘরে হবে সাক্ষাৎকার। এর জন্য আগে থেকে কোনও ভাবে আবেদন করতে হবে না। যাঁরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাঁদের আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। সেই সঙ্গে সিভি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে যেতে হবে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি