IBPS PO Admit: IBPS PO-র অ্যাডমিট কার্ড প্রকাশ কবে? কীভাবে ডাউনলোড করবেন?
অ্যাডমিট কার্ড প্রকাশ করলেও চাকরিপ্রার্থীদের আইবিপিএসের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরিপ্রার্থীদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল বা আইবিপিএস খুব শীঘ্রই প্রবেশনারি অফিসারের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। অ্যাডমিট কার্ড প্রকাশ করলেও চাকরিপ্রার্থীদের আইবিপিএসের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, আইবিপিএস পিও প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ অক্টোবর মাসের ১৫, ১৬ এবং ২২ তারিখে হতে পারে। এই দিনগুলির সম্ভাব্য, দ্রুত পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করবে আইবিপিএস।
যে চাকরিপ্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবেন, তারা মেন পরীক্ষার জন্য নির্বাচিত হবে। নভেম্বর মাসে মেনস পরীক্ষা নেওয়া হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
পরীক্ষা নিয়ামক সংস্থা আইবিপিএসের ওয়েবসাইট ibps.in থেকে IPBS PO Prelims admit card 2022- পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। মনে করা হচ্ছে, এক থেকে দুদিনের মধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অ্যাডমিট ডাউনলোড পদ্ধতি
প্রথমে ibps.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
হোমপেজে গিয়ে ‘IBPS PO Preliminary admit cards 2022’-তে ক্লিক করতে হবে।
এবার খুলে যাওয়া নতুন পেজে নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
এবার অ্যাডমিট ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট বের করে নিতে হবে।