West Bengal Jobs: স্নাতক হলেই মিলতে পারে মোটা বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 23, 2022 | 4:35 PM

West Bengal jobs: সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। তবে অনেকক্ষেত্রেই সরকারি চাকরির পরীক্ষা সময়মতো হয়না এই নিয়ে পরীক্ষার্থীদের বিস্তর অভাব অভিযোগ রয়েছে।

West Bengal Jobs: স্নাতক হলেই মিলতে পারে মোটা বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি, আবেদন করুন এখনই
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কোনও চাকরি মিলছে না। করোনা ভাইরাসের আগমনের পর চাকরির সংকট আরও প্রকট হয়েছে, কারণ অতিমারির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যতের লক্ষে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। তবে অনেকক্ষেত্রেই সরকারি চাকরির পরীক্ষা সময়মতো হয়না এই নিয়ে পরীক্ষার্থীদের বিস্তর অভাব অভিযোগ রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি অনেকের জন্যই বড় সুযোগ নিয়ে এসেছে। দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ১৬/৩/২০২২ অবধি আবেদন করা যাবে। যাদের যোগ্যতা রয়েছে তার কী ভাবে আবেদন করবেন জেনে নিন…

শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপলিকেশনে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইআইটি খড়্গপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৪০ টি শূন্যপদ রয়েছে।

বয়স ও বেতন

নির্দিষ্ট যোগ্যতা থাকার পাশাপাশি আবেদনকারীর বয়স ১/১/২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত হলে মাসিক ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত বেতন মিলবে।

কী ভাবে আবেদন করবেন

প্রথমেই http://www.iitkgp.ac.in/non-teaching-positions এই ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ ক্লিক করতে হবে। এরপর নিজের সব তথ্য পূরণ করে, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর UPI/CREDIT/DEBIT CARD অথবা INTERNET BANKING এর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর ‘Submit’এ ক্লিক করতে হবে।

আরও পড়ুন: Nawab Malik: মহারাষ্ট্রের মন্ত্রীর ‘আন্ডারওয়ার্ল্ড কানেকশন’? সকালে বাড়ি থেকে তুলে নিয়ে গেল ইডি

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: যুদ্ধের ইঙ্গিত না কূটনীতি? রাশিয়ার স্বার্থ নিয়ে কোনও ‘আপোস নয়’ সাফ জানালেন পুতিন

Next Article