AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET PG Date Postponed: স্থগিত হয়ে গেল ১৫ জুনের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা! কবে হবে? কী জানাল বোর্ড?

কিছু দিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল নিট পরীক্ষা দুটি শিফটে নেওয়া যাবে না কোনও ভাবেই। বদলে একটি শিফটে পরীক্ষা নিতে হবে বলে সাফ জানিয়ে দেয়। তারপরে এই সিদ্ধান্ত।

NEET PG Date Postponed: স্থগিত হয়ে গেল ১৫ জুনের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা! কবে হবে? কী জানাল বোর্ড?
| Updated on: Jun 02, 2025 | 7:57 PM
Share

স্থগিত হয়ে গেল ১৫ জুনের NEET PG ২০২৫-এর পরীক্ষা। ন্যাশনাল বোর্ড অফ এক্সজামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) জানিয়েছে এই কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই, এই সিদ্ধান্ত নিয়েছে NBEMS। কিছু দিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল নিট পরীক্ষা দুটি শিফটে নেওয়া যাবে না কোনও ভাবেই। বদলে একটি শিফটে পরীক্ষা নিতে হবে বলে সাফ জানিয়ে দেয়। তারপরে এই সিদ্ধান্ত।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মাননীয় সুপ্রিম কোর্ট, W.P. No. 456/2025 (Aditi & Ors vs National Board of Examination in Medical Sciences & Ors) মামলায় আদেশ দিয়েছেন যে, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি যাতে NEET PG ২০২৫ পরীক্ষা এক শিফটে আয়োজন করা হয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয় ও নিরাপদ কেন্দ্র নির্বাচন ও পরিচালনা করা হয়।'”

NBEMS জানিয়েছে, “উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে, NEET PG ২০২৫ পরীক্ষা একক শিফটে অনুষ্ঠিত হবে। ১৫ জুন নির্ধারিত এই পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে যাতে অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা যায়। পরীক্ষার নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।”

আগে জানানো হয়েছিল যে ২ জুন NEET PG ২০২৫-এর পরীক্ষা সিটি স্লিপ প্রকাশিত হবে। বর্তমান পরস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সিটি স্লিপ, অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এবং নতুন পরীক্ষার তারিখ সংক্রান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করেন সর্বশেষ আপডেট জানার জন্য।