নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। মন্দা কাটছে চাকরির বাজারেও। এবার কর্ম সংস্থানের দারুণ সুযোগ দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি। ১০৬টি পদে নিয়োগ করা হবে। তবে শিক্ষকতার জন্য নয়, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট থেকে সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ল্যাব অ্যাসিস্টেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৯ এপ্রিল।
‘টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট- এই পদে মোট ২২ জনকে নিয়োগ করা হবে।
সিনিয়র টেকনিশিয়ান- এই পদে মোট ১২ জনকে নিয়োগ করা হবে।
টেকনিশিয়ান- এই পদে মোট ২৫ জনকে নিয়োগ করা হবে।
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্টেন্ট- এই পদে কেবলমাত্র একজনকে নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার- এই পদে দুইজনকে নিয়োগ করা হবে।
এসএএস অ্যাসিস্টেন্ট- এই পদে একজনকে নিয়োগ করা হবে।
সুপারিন্টেডেন্ট- এই পদে ৪ জনকে নিয়োগ করা হবে।
ব্যক্তিগত অ্যাসিস্টেন্ট- এই পদে একজনকে নিয়োগ করা হবে।
স্টেনোগ্রাফার- এই পদে একজনকে নিয়োগ করা হবে।
সিনিয়র অ্যাসিস্টেন্ট- এই পদে মোট ৬ জনকে নিয়োগ করা হবে।
জুনিয়র অ্যাসিস্টেন্ট- এই পদে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে।
ল্যাব অ্যাটেন্ডেন্ট- এই পদে মোট ১২ জনকে নিয়োগ করা হবে।
অফিস অ্যাসিস্টেন্ট- এই পদে মোট ৫ জনকে নিয়োগ করা হবে।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে এনআইটি দুর্গাপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘নন টিচিং স্টাফ’ ট্যাবে ক্লিক করলেই যাবতীয় তথ্য জানা যাবে। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মিলে গেলেই উল্লেখিত পদগুলিকে আবেদন করতে পারবেন। বয়সসীমা কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই স্থির করা হয়েছে।