West Bengal Job: পরীক্ষা ছাড়াই সরাসরি শতাধিক সহকারী অধ্যাপক পদে নিয়োগ সরকারি কলেজে, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 28, 2021 | 4:41 PM

West Bengal Job: সমস্ত আবেদন জমা পড়ার পর প্রথমে আবেদনপত্রগুলির সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে।

West Bengal Job: পরীক্ষা ছাড়াই সরাসরি শতাধিক সহকারী অধ্যাপক পদে নিয়োগ সরকারি কলেজে, জানুন বিস্তারিত

Follow Us

কলকাতা: করোনা পরিস্থিতি থেকে আস্তে আস্তে উন্নতি ঘটছে দেশীয় অর্থনীতির। পাশাপাশি দীর্ঘদিন ধরে থমকে থাকা কর্মসংস্থানের বাজারোও গতি এসেছে। লকডাউনে বহু মানুষের চাকরি গিয়েছিল, পাশাপাশি নতুন করে কর্মসংস্থানও বন্ধ ছিল। এই অবস্থায় নতুন কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন। তারা প্রায় শতাধিক পদে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চলেছে। গত ২৬ অক্টোবর থেকে এই পদে আবেদন নেওয়া শুরু হয়েছে।

শূন্যপদ, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা

ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন বা ওপিএসসি (OPSC)-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তারা সহকারী অধ্যাপকের মোট ৬০৬টি পদে নিয়োগ করবে। এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে বিষয়ে সহকারী অধ্যাপক নিযুক্ত করা হবে, আবেদনকারী প্রার্থীদের আবেদনের জন্য সেই বিষয়ে যে কোনও অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে। পাশাপাশি স্নাতকোত্তর পাশে থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর।

আবেদন করার পদ্ধতি, প্রার্থী নির্বাচন পদ্ধতি, আবেদনের সময়সীমা

এই পদে প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে। ভারতের যে কোনও রাজ্যের প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য। আবেদন করার জন্য প্রার্থীদের Odisha Public Service Commission-এর সরকারি ওয়েবসাইট www.opsc.in- এর মাধ্যমেই আবেদন করতে হবে। তবে আবেদন করার আগে প্রার্থীদের এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালভাবে মনোযোগ সহকারে পড়ে নেওয়া জরুরী।

সমস্ত পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে গত ২৬ অক্টোবর ২০২১ থেকে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর ২০২১।

সমস্ত আবেদন জমা পড়ার পর প্রথমে আবেদনপত্রগুলির সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। সমস্ত তথ্য বিস্তারিত জানতে ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া বাঞ্ছনীয়।

আরও পড়ুন: West Bengal Job: অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ রাজ্য সরকারের

Next Article