West Bengal Job: অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ রাজ্য সরকারের
West Bengal Job: রাজ্যে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। রাজ্যের সমস্ত জেলা থেকে যে কোনও নারী পুরুষই এই পদে আবেদন করতে পারবেন।
কলকাতা: সারা দেশের পাশাপাশি এ রাজ্যের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব দারুণভাবে পড়েছিল। প্রায় দু বছর ধরে চলা লকডাউনের কারণে দেশের পাশাপাশি রাজ্যের কর্মসংস্থানেও প্রভাব পড়েছে। বহু মানুষের চাকরি যাওয়ার পাশাপাশি নতুন কর্মপ্রার্থীদের জন্যও কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে ধীরে ধীরে অতিমারীর প্রভাব কাটছে। পাশাপাশি দেশের অর্থনীতিও আবার চাঙ্গা হতে শুরু করেছে। বেসরকারী সংস্থাগুলির পাশাপাশি সরকারি তরফেও নতুন করে কর্মসংস্থান শুরু হয়েছে। এই অবস্থায় কর্মপ্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে এল রাজ্য সরকার। তাদের তরফে রাজ্যে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। রাজ্যের সমস্ত জেলা থেকে যে কোনও নারী পুরুষই এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটার এবং প্রিন্টারের কাজ সম্পর্কেও দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের ইংরেজিতে কুড়িটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে। পাশাপাশি বেতনের হার প্রতি বছর ৩ শতাংশ হারে বাড়বে।
পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি কম্পিউটার এব প্রিন্টারের কাজ সম্পর্কে দক্ষ হতে হবে। প্রার্থীদের ইংরেজিতে মিনিটে ২০টি ইংরেজি শব্দ টাইপের দক্ষতাও থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে, পাশাপাশি প্রতি বছর বেতনের হার ৩ শতাংশ করে বাড়তে পারে।
পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন
গ্রুপ-ডি পদে মোট শূন্যপদের সংখ্যা ১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসেবে ১২,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতি বছর বেতন ৩ শতাংশ হারে বাড়তে পারে।
বয়স, নিয়োগ স্থান, আবেদন পদ্ধতি, আবেদনের ঠিকানা
আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১. ২০২১ এর মধ্যে হতে হবে ১৮ থেকে ৩৭ বছর। এই পদে নিয়োগ করা হবে মালদা জেলার লিগ্যান সার্ভিস অথোরিটিতে।
প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তবে প্রার্থীরা আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন মালদা জেলার সরকারি ওয়েবসাইট থেকে। প্রার্থীদের আবেদনপত্রটি ভালভামে পূরণ করে তার সঙ্গে সমস্ত নথী সংযুক্ত করে মালদা জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির দফতরে পাঠাতে হবে। আবেদনপত্রটি রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, ক্যুরিয়র বা সাধারণ ডাক যোগেও পাঠানো যেতে পারে। আবেদন পৌঁছনোর শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২১। আবেদন পাঠানোর ঠিকানা – The Chairman, District Legal Services Authority, Malda, P.O & District – Malda, Pin- 732101
আরও পড়ুন: West Bengal Job: মাধ্যমিক পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ রাজ্যের পৌরসভায়, জানুন আবেদন পদ্ধতি