রেলে চাকরির দারুণ সুযোগ, ঝটপট আবেদন না করলেই বড় মিস!
Recruitment: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ২ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার ৪ দিন আগে অ্য়াডমিট কার্ড প্রকাশিত হবে।

ফাইল চিত্র।Image Credit: X
নয়া দিল্লি: রেলে চাকরির দারুণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হল নিয়োগের। আরপিএফের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ পরীক্ষার তারিখও প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য জানতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in-এ গিয়ে ক্লিক করতে পারেন।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ২ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার ৪ দিন আগে অ্য়াডমিট কার্ড প্রকাশিত হবে।
নিয়োগ পরীক্ষা-
লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা ও ফিজিক্যাল মেজারমেন্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
কীভাবে ইনফরমেশন স্লিপ ডাউনলোড করবেন?
- প্রথমে rrbcdg.gov.in – এ লগ ইন করতে হবে।
- এবার হোমপেজ থেকে আরপিএফ কনস্টেবল সিটি ইনফরমেশন স্লিপে ক্লিক করুন।
- এরপরে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করুন।
- এর পরের ধাপেই স্লিপ আসবে, তা ডাউনলোড করুন।

