KMC Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ কলকাতা পৌরনিগমে, বেতন মাসিক ২০ হাজার টাকা

KMC Recruitment: KMC-তে কর্মী নিয়োগ করা হচ্ছে। ২০ ও ২১ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

KMC Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ কলকাতা পৌরনিগমে, বেতন মাসিক ২০ হাজার টাকা
কলকাতা পুরনিগম। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 9:10 AM

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা পৌরনিগমে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কলকাতা পৌরবনিগম। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Coporation)

পদের নাম:

অ্যানালিস্ট, ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের

বয়সসীমা:

কলকাতা পৌরনিগমের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ১২ মার্চের হিসাবে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীদের।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ:

২০ মার্চ ও ২১ মার্চ ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ২০ মার্চ অ্য়ানালিস্ট পদে ইন্টারভিউ এবং ২১ মার্চ ড্রাইভার পদে ইন্টারভিউ স্থির করা হয়েছে।

ইন্টারভিউ স্থল:

Room No.137, 1st Floor , Chpief Municipal Health Officer, CMO Bldg 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

বেতন :

অ্য়ানালিস্ট পদে মাসিক বেতন ২০ হাজার টাকা।

আর ড্রাইভার পদে মাসিক বেতন ১১,৫০০ টাকা।