SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন শুনলে ঘুরবে মাথা
SBI Recruitment: এসবিআই-তে একাধিক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ১৫ মার্চ অবধি করা যাবে আবেদন।

অনেকেই ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন। পরীক্ষার প্রস্তুতি তো নিতে থাকেন। তবে অপেক্ষা থাকে সুযোগের। অবশেষে সেই অপেক্ষার অবসান। ব্যাঙ্কে চাকরির সুযোগ এসে গেল সেইসব প্রার্থীদের কাছে। কলকাতা, জয়পুর ও মুম্বইয়ের জন্য ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)
পদের নাম:
ম্যানেজার, ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা:
মোট ৮ টি পদে নিয়োগ করা হচ্ছে। ৫ টি ম্যানেজার (রিটেইল প্রোডাক্ট) পদে, ২ টি ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশন) পদে ও ১ টি সিনিয়র এক্সিকিউটিভ (স্ট্যাটিসটিকস) পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
SBI-র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত BE/B.Tech, MBA, স্নাতকোত্তর, পিজিডিএম, পিজিপিএম, পিএইচ.ডি পাশ করতে হবে।
বয়সসীমা:
ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ থেকে ৩৮ বছর হতে হবে।
ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
আবেদনমূল্য:
জেনারেল/EWS/OBC প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ৭৫০ টাকা দিতে হবে।
SC/ST/PWD প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নিয়োগস্থল:
রাজস্থানের জয়পুর, পশ্চিমবঙ্গের কলকাতা ও মহারাষ্ট্রের মুম্বইয়ে নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
বেতন:
ম্যানেজার পদে মাসিক বেতন ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা।
ফ্যাকাল্টি পদে বার্ষিক বেতন ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা।
সিনিয়র এক্সিকিউটিভ পদে বার্ষিক বেতন ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা।
আবেদনের শেষ তারিখ:
১৫ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন





