Success Story: হেলায় ফেলেছেন ISRO, DRDO-এর চাকরি! IIT থেকে না পড়েও মিলল ৫২ লক্ষ টাকার চাকরির প্রস্তাব
Success Story: তেলেঙ্গানা কৃষক পরিবারে জন্ম তাঁর। তাই ছোট থেকেই সংঘর্ষটা যেন শিখে নিয়েছিল সে। জানা যায়, ছোট থেকেই মেধাবি ছাত্রী, কিন্তু সব সময় মন থাকত খেলা ও গানে।

হায়দরাবাদ: নামের পিছনেই নেই IIT-এর ট্যাগ। হেলায় ফেলেছেন ISRO, DRDO-র চাকরির প্রস্তাব। কঠিন পরিশ্রমে আর তারপরেই মিলেছে কয়েক লক্ষ টাকার চাকরি। তিনি তেলেঙ্গানার অশ্রীতা মুলা। পড়াশোনা করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে। সম্প্রতি পেয়েছেন বার্ষিকী ৫২ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব।
অশ্রীতার বাল্যকাল
তেলেঙ্গানা কৃষক পরিবারে জন্ম তাঁর। তাই ছোট থেকেই সংঘর্ষটা যেন শিখে নিয়েছিল সে। জানা যায়, ছোট থেকেই মেধাবি ছাত্রী, কিন্তু সব সময় মন থাকত খেলা ও গানে। পড়াশোনার থেকেও বেশি ভালবাসতেন এগুলো নিয়ে থাকতে।
কিন্তু ভাগ্যচক্রে খেলোয়াড় কিংবা গায়িকা কোনওটাই হয়ে ওঠা হয়নি তাঁর। উচ্চ মাধ্য়মিক পরীক্ষার পর যখন ঠাওর করে উঠতে পারছিলেন না, ঠিক কী নিয়ে আগামীর পড়াশোনা করা উচিত। সেই সময় এক বন্ধুর পরামর্শে স্থানীয় একটি কলেজে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি নিতে ঢুকে পড়েন তিনি।
শুরু সফর
এরপরই শুরু হয়ে যায় ইঞ্জিনিয়ারিং জীবনের সফর। তাঁর অন্য়ান্য সতীর্থরা যখন সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছে। তখন তিনি সেই পথে না গিয়ে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বেছে নেন। এর জন্য বেশ কথাও শুনতে হয় তাঁকে। কিন্তু তাতে কিই বা যায় আসে?
এরপরই গেট পরীক্ষা দিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করতে ঢুকে পড়েন IISC-তে। প্রথমবারের পরীক্ষা দিয়ে মেলেনি IIT-তে সুযোগ। তাই দ্বিতীয়বার ফের পরীক্ষা দেন। গোটা ভারতে ৩৬ তম স্থানও অধিকার করে ফেলেন তিনি। সেই সময় ISRO, DRDO-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পান তিনি।
কিন্তু সে পথে না গিয়ে ফের পড়াশোনায় মন দেন তিনি। পুনরায় IISC থেকে VLSC টেকনোলজি নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা শুরু করেন তিনি। এরপর চলতি বছরেই এক বহুজাতিক সংস্থায় ৫২ লক্ষ টাকার বার্ষিকী বেতনের চাকরি পান অশ্রীতা।





