Bangla NewsCareer Senior resident recruitment in Kalyani AIIMS, recruitment will be made through walk in interview
Kalyani AIIMS Recruitment: কল্যাণী এইমসে একাধিক পদে নিয়োগ, ইন্টারভিউয়ের দিন কবে?
Kalyani AIIMS Recruitment: কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।
কল্যাণী এইমস (নিজস্ব চিত্র)
Follow Us:
কল্যাণী এইমস (ফাইল ছবি)
রাজ্যের সরকারি হাসপাতালে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্য়ান্সার ইনস্টিটিউট (CNCI)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর করতে হবে প্রার্থীদের। এমডি, ডিএনবি, এমএস করতে হবে প্রার্থীদের। আর প্রার্থীদের বয়স ২০২২ সালের ১ জুলাই অনুযায়ী ৪৫ বছর হলে তারা এই পদে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদন করার জন্য SC/ST ক্যাটেগরির প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। তবে অসংরক্ষিত প্রার্থী/OBC/EWS প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ১৭ ডিসেম্বর রয়েছে ইন্টারভিউয়ের দিন। আগ্রহী প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245 এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।