Kalyani AIIMS Recruitment: কল্যাণী এইমসে একাধিক পদে নিয়োগ, ইন্টারভিউয়ের দিন কবে?
Kalyani AIIMS Recruitment: কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

কল্যাণী এইমস (নিজস্ব চিত্র)
- কল্যাণী এইমস (ফাইল ছবি)
- রাজ্যের সরকারি হাসপাতালে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্য়ান্সার ইনস্টিটিউট (CNCI)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
- এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর করতে হবে প্রার্থীদের। এমডি, ডিএনবি, এমএস করতে হবে প্রার্থীদের। আর প্রার্থীদের বয়স ২০২২ সালের ১ জুলাই অনুযায়ী ৪৫ বছর হলে তারা এই পদে আবেদন করতে পারবেন।
- এই পদে আবেদন করার জন্য SC/ST ক্যাটেগরির প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। তবে অসংরক্ষিত প্রার্থী/OBC/EWS প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে।
- ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ১৭ ডিসেম্বর রয়েছে ইন্টারভিউয়ের দিন। আগ্রহী প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245 এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।

নুন ছাড়া খাবারে স্বাদ মেলা ভার, রোজ কতটা লবণ খাওয়া উচিত জানেন?

প্রত্যেক সপ্তাহে করতে হবে এই কাজ, UPI লেনদেন নিয়ে বড় নির্দেশ দিল NPCI

সানস্ক্রিন তো মাখছেন, সঠিক উপায় জানা আছে?

গরমে এই লাল ফলে কামড় দিন, হু হু করে কমবে ওজন

বাড়িতে কাঠ নাকি মার্বেলের সিংহাসন রাখবেন? মাথায় রাখুন...

বিস্কুটের গায়ে কেন ফুটো থাকে? আসল কারণ জানলে চমকে যাবেন