SFIO Recruitment: কেন্দ্রীয় সংস্থায় উচ্চপদে নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই লক্ষাধিক টাকা বেতন
SFIO Recruitment: কেন্দ্রীয় সংস্থায় উচ্চপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ৩০ মে পর্যন্ত করা যাবে আবেদন।

উচ্চ পদে কর্মী নিয়োগ করছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (Serious Fraud Investigation Office)। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে। তেলঙ্গানার হায়দরাবাদ, তামিল নাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের মুম্বই ও পশ্চিমবঙ্গের কলকাতার জন্য করা হবে নিয়োগ। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (Serious Fraud Investigation Office)
পদের নাম:
অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (Assistant Director), ডেপুটি ডিরেক্টর (Deputy Director) পদে নিয়োগ করা হবে
শূন্যপদের সংখ্যা:
৪০
শিক্ষাগত যোগ্যতা:
বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্ন যোগ্যতা পূরণ করতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ৫৬ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ৩০ মে অনুযায়ী।
আবেদনমূল্য:
কোনও আবেদন ফি দিতে হবে না
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
আবেদন পদ্ধতি:
প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
The Director, Serious Fraud Investigation Office, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
আবেদনের শেষ তারিখ:
৩০ মে পর্যন্ত করা যাবে আবেদন
নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
