SBI Recruitment: স্নাতক হলেই চাকরি পাবেন SBI-তে! নিয়োগ শুরু হচ্ছে ২৬০০ পদে, আবেদন করবেন কীভাবে
SBI Recruitment Breaking: শুরু হয়ে গিয়েছে এই পদের জন্য আবেদনও। আপনাকেও ব্যাঙ্কিং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কী ভাবে করবেন আবেদন? কবের মধ্যে করতে হবে আবেদন? রইল বিস্তারিত।

ব্যাঙ্কে চাকরি করাটা অনেকের কাছেই স্বপ্নের মতো। অনেকেই আবার সরকারি চাকরির স্বপ্ন দেখেন। সেই কারণেই বিভিন্ন সরকারি ব্যাঙ্কিং পরীক্ষাগুলির প্রস্তুতি নেন। এবার তাঁদের জন্য এল সুখবর। সারা ভারত জুড়ে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মোট ২৬০০ পদে সার্কল বেসড অফিসার নিয়োগ করবে এসবিআই। শুরু হয়ে গিয়েছে এই পদের জন্য আবেদনও। আপনাকেও ব্যাঙ্কিং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কী ভাবে করবেন আবেদন? কবের মধ্যে করতে হবে আবেদন? রইল বিস্তারিত।
অফিসিয়াল নোটিশ অনুসারে মে মাসের ২৯ তারিখে শেষ আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in বা ibpsonline.ibps.in/sbicboapr25 গিয়ে জানাতে হবে আবেদন।
কারা আবেদন করতে পারবেন?
যে সব চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন, তাঁদের অব্যশই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অথবা সেই সমতূল্য কোনও ডিগ্রি কোর্স করা থাকতে হবে।
যাঁরা কোনও প্রফেশনাল কোর্স করছেন যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা সিএ, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারী প্রার্থীর অবশ্যই কোনও ব্যাঙ্কিং সেক্টরে বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত এই বয়স গণনা করা হবে বলেই জানানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা এক্ষেত্রে বয়সসীমায় কিছু ছাড় পাবেন।
আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পূর্ণ হবে কেবলমাত্র আবেদনের ফি জমা দেওয়ার পরেই। অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের এই জন্য আবেদনের ফি হিসেবে দিতে হবে ৭৫০ টাকা। তবে বাকি সংরক্ষিত প্রার্থীদের থেকে কোনও ফি নেওয়া হবে না।
কী ভাবে করবেন আবেদন?
উল্লিখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে সব জরুরি তথ্য দিতে হবে আপনাকে। এবার নিজের ছবি ও সই আপলোড করতে হবে।
এরপর বাকি তথ্য বসিয়ে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনের ফিও জমা দিতে হবে। প্রয়োজনে আবেদন পত্রের একটি হার্ড কপি রেখে দিতে পারেন প্রিন্ট করিয়ে। বাকি পরীক্ষার তারিখ এবং তথ্য সময় জানানো হবে বলে জানিয়েছে এসবিআই।
