AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBMSC Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিস্তারিত জেনে নিন

Government Jobs: মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে।

WBMSC Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিস্তারিত জেনে নিন
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 9:00 AM
Share

কলকাতা: কর্মসংস্থানের এই আকালের বাজারে অসংখ্য চাকরি প্রার্থী হন্য হয়ে একটি চাকরির চেষ্টা করছেন। এই অবস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সাব-রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগ করা হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক মেডিসিনে BHMS/DHMS/DMS কোর্স পাস করা প্রয়োজন এবং বৈধ ডিগ্রি থাকতে হবে। মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স: আবেদনকারীদের বয়স ০১/০১/২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: পে লেভেল ১৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: WBMSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেখানে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় নথি জমা করে ফর্ম জমা দিতে হবে। শেষে ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা ইউপিআই দিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন