AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment 2023: শিক্ষক, ক্লার্ক পদে প্রায় ৪০ হাজার নিয়োগ হবে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

Recruitment 2023: কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ২০২৫-২৬ সালের মধ্যে সারা দেশে ৭৪০ টি চিহ্নিত ব্লকে EMRS প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী তিন বছরে, প্রায় সাড়ে ৩ লক্ষ আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৩৮,৮০০ শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করা হবে।

Recruitment 2023: শিক্ষক, ক্লার্ক পদে প্রায় ৪০ হাজার নিয়োগ হবে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
একাধিক পদে নিয়োগ হবে। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 12:23 AM
Share

নয়া দিল্লি: সারা দেশে অবস্থিত একলব্য মডেল স্কুলে ৩৮ হাজারেরও বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার এই সমস্ত পদে নিয়োগ করবে। ইতিমধ্যে NTA-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে শীঘ্রই শুরু হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা (Arjun Munda)। তিনি জানান, কেন্দ্রীয় সরকার আগামী তিন বছরে একলব্য মডেল আবাসিক স্কুলের (EMRS) জন্য ৩৮,৮০০ শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। EMRS প্রকল্পের অধীনেই এই নিয়োগ হবে।

EMRS প্রকল্পের অধীনেই ১৯৯৭-৯৮ সালে ভারত জুড়ে উপজাতি শিক্ষার্থীদের জন্য মডেল আবাসিক স্কুল তৈরি শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা এক সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে, মোদী সরকারের অধীনে দেশে কেন্দ্র পরিচালিত আদিবাসী স্কুলের সংখ্ ২০১৩-১৪ সালে ১১৯ থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৪০১ হয়েছে। এই স্কুলগুলিতে শিক্ষার্থীর সংখ্যাও বেড়ে ২০২৩-২৪ হয়েছে ১,১৩,২৭৫। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ২০২৫-২৬ সালের মধ্যে সারা দেশে ৭৪০ টি চিহ্নিত ব্লকে EMRS প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী তিন বছরে, প্রায় সাড়ে ৩ লক্ষ আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৩৮,৮০০ শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করা হবে।

এসব পদে নিয়োগ হবে

অধ্যক্ষ – ৭৪০টি পদ ভাইস প্রিন্সিপাল – ৭৪০টি পদ স্নাতকোত্তর শিক্ষক – ৮,১৪০টি পদ স্নাতকোত্তর শিক্ষক (কম্পিউটার সায়েন্স) – ৭৪০টি পদ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক – ৮,৮৮০টি পদ কলা শিক্ষক – ৭৪০টি পদ সঙ্গীত শিক্ষক – ৭৪০টি পদ শারীরিক শিক্ষা শিক্ষক – ১,৪৮০টি পদ গ্রন্থাগারিক – ৭৪০টি পদ স্টাফ নার্স – ৭৪০টি পদ হিসাবরক্ষক – ৭৪০টি পদ হোস্টেল ওয়ার্ডেন – ১,৪৮০ পদ ক্যাটারিং সহকারী – ৭৪০টি পদ চৌকিদার – ১,৪৮০টি পদ কুক – ৭৪০টি পোস্ট কাউন্সেলর – ৭৪০টি পদ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ১৪৮০ পদ ল্যাব অ্যাটেনডেন্ট – ৭৪০টি পদ মেস হেল্পার – ১,৪৮০টি পদ সিনিয়র সচিবালয় সহকারী – ৭৪০টি পদ ঝাড়ুদার – ২,২২০টি পদ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত ৭ জুন, ২০২৩-এ EMRS প্রকল্পের অধীনে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনটি অফিসিয়াল ওয়েবসাইট emrs.tribal.gov.in-এ করতে হবে।