AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সরকারি চাকরি করেও মাসে লক্ষ টাকা আয়, নিশানা করুন এই পদগুলি

Government jobs salary: ভারতে, বরাবরই সরকারি চাকরির চাহিদা রয়েছে। অনেকেরই ধারণা, সরকারি চাকরি করে অন্তত লাখ টাকার বেতন পাওয়া সম্ভব নয়। কিন্তু, এই ধারণা ঠিক নয়। এমন বেশ কিছু সরকারি চাকরি রয়েছে, যেখানে সিনিয়র বা এন্ট্রি পদে ১ লক্ষ টাকা বেতন পাওয়া যায়।

সরকারি চাকরি করেও মাসে লক্ষ টাকা আয়, নিশানা করুন এই পদগুলি
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 10:11 AM
Share

নয়া দিল্লি: ভারতে, বরাবরই সরকারি চাকরির চাহিদা রয়েছে। কাজের নিরাপত্তা আছে। অর্থাৎ, সহজে চাকরি যাওয়ার ভয় নেই। পাশাপাশি, আমাদের সমাজে সরকারি চাকরিকে একটা আলাদা নজরে দেখা হয়। বাড়তি মূল্য দেওয়া হয়। অনেক সময় বিয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হয় সরকারি চাকরিকে। তাই, ভারতের অধিকাংশ যুবক-যুবতীই চায় সরকারি চাকরি করতে। কিন্তু, বেসরকারি ক্ষেত্রের তুলনায় সরকারি চাকরির বেতন কম হয়। তাই সাম্প্রতিক সময়ে অনেকেই সরকারি চাকরি করার বিষয়ে দ্বিধায় ভোগেন। অনেকেরই ধারণা, সরকারি চাকরি করে, অন্তত লাখ টাকার বেতন পাওয়া সম্ভব নয়। কিন্তু, এই ধারণা ঠিক নয়। এমন বেশ কিছু সরকারি চাকরি রয়েছে, যেখানে সিনিয়র বা এন্ট্রি পদে ১ লক্ষ টাকা বেতন পাওয়া যায়। দেখে নেওয়া যাক এমনই কিছু সরকারি চাকরির তালিকা –

আরবিআই গ্রেড বি অফিসার

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের গ্রেড বি অফিসার হিসাবে নিয়োগ পেলে, চাকরিতে ঢোকার সময়ই প্রায় ১,১৬,০০০ টাকা বেতন পাওয়া যায়। অধিকন্তু, ব্যাঙ্ক আবাসন প্রদান না করলে অফিসাররা মূল বেতনের 15% এর সমান বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য।

সেবি গ্রেড এ অফিসার

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি-র (SEBI) গ্রেড এ ডেপুটি ম্যানেজারের মোট মাসিক বেতন ১,০৬,০০০ টাকা (প্রায়)। এটিও একটি এন্ট্রি-লেভেল পজিশন। অর্থাৎ, ভবিষ্যতে পদোন্নতি হলে মাইনে আরও বাড়বে।

আইএএস এবং আইপিএস

টিএ, ডিএ এবং এইচআরএ (যথাক্রমে ভ্রমণ ভাতা, মহার্ঘ ভাতা এবং ঘরভাড়া বাবদ ভাতা) বাদ দিলে আইএএস এবং আইপিএস অফিসারদের বেতন শুরু হয় ৫৬,১০০ টাকা থেকে। তবে, ক্যাবিনেট সেক্রেটারি স্তরে পৌঁছলে আইএএস অফিসারদের বেতন মাসে ২,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ একইভাবে, একজন আইপিএস অফিসার যদি ডিজিপি পদে উন্নীত হন, সেই ক্ষেত্রে তাঁরও বেতন মাসে ২,৫০,০০০ টাকা হতে পারে। তবে, আইএএস বা আইপিএস অফিসার হয়ে মাসে ১ লক্ষ টাকা বেতন পেতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে।

ইন্ডিয়ান ফরেন সার্ভিস

বেতনের আকর্ষণেই বহু নাগরিক ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। পে ব্যান্ড অনুযায়ী আইএফএস কর্তাদের মাসিক বেতন শুরু হয় প্রায় ৬০,০০০ টাকা। তবে, এর সঙ্গে তাঁরা বাড়ি ভাড়া বাবদ ভাতা, ভ্রমণ ভাতা এবং মহার্ঘ ভাতার মতো অনেক ভাতাও পান। অর্থাৎ, আদতে আইএফএস অফিসারের মোট বেতন প্রতি মাসে ১ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।