Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন

West Bengal Madhyamik Result 2024: মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন।  

WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন
বামদিক থেকে মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2024 | 12:04 PM

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্য়মিকের কৃতি তালিকা প্রকাশ করেন। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে।  প্রথম দশজনের তালিকায় রয়েছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪ জন, বীরভূম থেকে ৪ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন,  হাওড়া থেকে ১ জন, কলকাতা থেকে ১ জন, পুরুলিয়া থেকে ১ জন, মালদা থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, কোচবিহার থেকে ২ জন রয়েছে।

মাধ্যমিকে প্রথম স্থান-

এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে চন্দ্রচূড়।

দ্বিতীয় স্থান-

দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছে।

তৃতীয় স্থান-

তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুস্পিতা বাঁসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলমবাজার। নৈঋত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

চতুর্থ স্থান-

চতুর্থ হয়েছে তপোজ্যোতি মণ্ডল, হুগলি কামারপুকুর রামকৃ্ষ্ণ মিশন।

পঞ্চম স্থান-

পঞ্চম হয়েছে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থান-

ষষ্ঠ হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।

মালদহের মহম্মদ সাহাবুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল।

পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।

দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়ালয়।

সপ্তম স্থান- 

কোচবিহারের আসিফ কামাল। মাথাভাঙা হাইস্কুল।

দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক। বালুরঘাট গার্লস হাই স্কুল

অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল

সাত্যদা দে। বালুরঘাট হাইস্কুল

বীরভূমের আরত্রিক শ। সরোজিনী দেবী শিশু মন্দির।

পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়। জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল

পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল। বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল

আলেখ্য মাইতি। দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস

দেবজ্যোতি ভট্টাচার্য।  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল

অষ্টম স্থান-

পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল

নদীয়া থেকে ঋদ্ধি মল্লিক। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।

নবম স্থান-

দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ। বালুরঘাট হাইস্কুল।

দক্ষিণ দিনাজপুর থেকে অস্মিতা চক্রবর্তী, বাউল পরমেশ্বর হাইস্কুল।

মালদহের বিশাল চন্দ্র মণ্ডল। মোজামপুর এইচএসবি হাইস্কুল।

মালদহের আমিনুল ইসলাম। এইচএসবি হাইস্কুল।

বীরভূমের চন্দ্রদীপ দাস। সাঁইথিয়া টাউন হাইস্কুল।

বাঁকুড়ার অরুণিমা চট্টোপাধ্যায়।

অন্বেষা ঘোষ। ঝাড়গ্রাম রানি বিনোদ মঞ্জুরি গার্লস হাইস্কুল।

ধৃতিমান পাল।  মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল।

সায়ক শাসমল। রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাইস্কুল, পূর্ব মেদিনীপুর।

সাগর জানা। রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাইস্কুল, পূর্ব মেদিনীপুর।

সাগ্নিক ঘটক। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষা নিকেতন, পূর্ব মেদিনীপুর।

জিষ্ণু দাস। চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদীয়া।

ঋতব্রত নাথ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।

ঋত্বিক দত্ত।  নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।

সায়নদীপ মান্না। সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা।

অরণ্য দেব বর্মন। শ্যামপুর হাইস্কুল, হাওড়া।

দশম স্থান-

ভৌমি সরকার, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, উত্তর দিনাজপুর।

বিশাল মণ্ডল, মোজামপুর এইচএসএসবি হাইস্কুল।

সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল।

অনীষ কোনার। কাটোয়া কাশিরাম দাস ইন্সটিটিউট, পূর্ব বর্ধমান।

মৌর্য্য পাল। সুলতানপুর তুলসী দাস বিদ্যা মন্দির।

অর্ণব দাস। পারুলডাঙা নরসতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।

সম্পূর্ণা তাহ। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল।

নীলঙ্কন মণ্ডল। এলিট কো-এড, হুগলি।

সৌমিক খাঁ। তালডাঙরা ফুলবাটি হাইস্কুল।

সৌমদীপ মণ্ডল। গড় রায়পুর হাইস্কুল, বাঁকুড়া।

অগ্নিভ পাত্র। মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।

সম্পদ পাড়িয়া, কন্টাই মডেল ইন্সটিটিউশন।

ঋতম দাস,  কন্টাই মডেল ইন্সটিটিউশন।

শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।

ঈশান বিশ্বাস। সারদা বিদ্যাপীঠ হাইস্কুল,  দক্ষিণ ২৪ পরগনা।

স্বর্ণালী ঘোষ। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্য়া ভবন,  উত্তর ২৪ পরগনা।

প্রাঞ্জল গাঙ্গুলি, বরানগর রামকৃষ্ণ মিশন।

সোমদত্তা সামন্ত, কমলা গার্লস হাইস্কুল, কলকাতা।

প্রথম ১০-র তালিকা দেখলেন। এবার নিজের রেজাল্টও দেখে নিন এক ক্লিকে-