কলকাতা: করোনা অতিমারির প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে দেশ। গত দু বছর ধরে অর্থনীতির বেহাল দশাও কাটছে আস্তে আস্তে। যার ফলে কর্মসংস্থানের পালেও ফের হাওয়া লেগেছে। যদিও এখনও বেহাল অবস্থা সম্পূর্ণ কাটানো যায়নি। এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছেন ভারতীয় নৌসেনা বাহিনি। ভারতীয় নৌসেনা সেলার পদে (MR) পদে নিয়োগ শুরু করেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে।
ভারতীয় নৌসেনার এই পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্রটি পাওয়া যাবে ভারতীয় নৌসেনার সরকারি ওয়েবসাইটেই। ভারতীয় নৌসেনা এই নিয়োগ করবে মেট্রিক রিক্রুট অনুযায়ী। এপ্রিল ২০২২ কোর্স অনুযায়ী এই নিয়োগ করবে ভারতীয় নৌসেনা।
শূন্যপদ, আবেদন পদ্ধতি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নৌসেনার বিজ্ঞপ্তি অনুযায়ী তারা সেলর পদে ৩০০জন কর্মী নিয়োগ করবে। একমাত্র অবিবাহিত যুবকরাই এই পদে আবেদন করতে পারবেন। দেশের সমস্ত রাজ্য থেকেই প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে লিখিত এবং শারীরিক পরীক্ষার জন্য প্রায় ১৫০০ জন প্রার্থীকে ডাকা হবে।
এই পদে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম ক্লাস ১০ পাশ করতে হবে। এছাড়াও যাদের জন্ম ১ এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫ একমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি, বেতন
জানা গিয়েছে ভারতীয় নৌসেনার এই সেলার পদের জন্য লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। লিখিত পরীক্ষায় বিজ্ঞান এবং অঙ্ক সহ বেশকিছু বিষয় থাকবে। এই পরীক্ষা ইংরেজি এবং হিন্দি ভাষাতে দেওয়া যাবে।
নির্বাচিত প্রার্থীকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ১৪,৬০০ টাকা। তবে ট্রেনিং শেষ হওয়ার পর প্রতিরক্ষা বিভাগের মেট্রিক্স লেভেল ৩ অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধাও।
এই পদে আবেদন শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। আবেদন করার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না।
আরও পড়ুন: West Bengal Job: কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের খাদ্য দফতর, জানুন আবেদনের সময়সীমা