কলকাতা: সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারত সরকার দ্বারা অনুমোদিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপ লাইন বিভাগের বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি। এ রাজ্যে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান অয়েল। পাশাপাশি ট্রেনিং চলাকালীন তারা স্টাইপেন্ডও দেবে নির্বাচিত প্রার্থীদের। শুধু এ রাজ্যেই এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে তা নয়, বরং বিভিন্ন রাজ্যে প্রার্থী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
বিভাগ অনুযায়ী শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা
ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্যপদের সংখ্যা ২টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
হিউম্যান রিসোর্স পদে ২টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্যপদের সংখ্যা ৩টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
মেকানিক্যাল পদে মোট শূন্য পদের সংখ্যা ১২টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
ইলেকট্রিক্যাল পদে মোট শূন্য পদের সংখ্যা ১২টি। এই পদের জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকা প্রয়োজন।
অ্যাকাউন্টস/ ফাইন্যান্স পদে মোট শূন্যপদের সংখ্যা ৮টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে স্নাতক পাশ করতে হবে।
টি অ্যান্ড আই পদে মোট শূন্যপদের সংখ্যা ১২টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার অনুমোদিত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স, প্রশিক্ষণের সময়, প্রশিক্ষণের স্থান, আবেদন পদ্ধতি
সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১ অক্টোবর ২০২১ এর মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।
ইন্ডিয়ান অয়েলের এই প্রশিক্ষণ শিবিরে শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ১৫ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। বাকি পদের ক্ষেত্রে প্রশিক্ষণ শিবির হবে ১ বছরের।
এই প্রশিক্ষণ শিবির হবে মৌরিগ্রাম এবং কলকাতায়।
এই পদে আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের IOCL-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর ২০২১।
আরও পড়ুন: West Bengal Job: জেলা আদালতে চাকরির সুযোগ এইট পাশে