WB Police Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল পরীক্ষার সূচি প্রকাশিত, এই নিয়মগুলি মানতে হবে
WB Police Recruitment Exam date: আগামী ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
কলকাতা: পশ্চিমবঙ্গ মহিলা কনস্টেবল পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পরীক্ষার দিন ঘোষিত হল। নতুন বছরের ২১ জানুয়ারি মহিলা কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হবে। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in –এ দেখা যাবে সূচি। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখও ঘোষিত হয়েছে।
আগামী ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এছাড়া আরও বেশ কয়েকটি নিয়ম রয়েছে। কী কী নিয়ম মানতে হবে জেনে নিন।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার নিয়ম-
১) অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। ২) মোবাইল ফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ। ৩) ফুলহাতা জামা ও হাই হিল জুতো পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
এই নিয়মগুলির অন্যথা করলে পরীক্ষাকেন্দ্রে বসতে দেওয়া যাবে না।