Asansol Municipal Election Result 2022: ৮৫ শতাংশ তৃণমূলের, সিঙ্গল ডিজিটে বিজেপি-বাম-কংগ্রেস, জেনে নিন আসানসোলের ওয়ার্ডভিত্তিক ফল

Asansol Election 2022 Ward wise winner List: আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি  নির্বাচনের দিন পুলিশের সামনে কেঁদে ভাসিয়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ‘গায়ে হাত তোলার…’।

Asansol Municipal Election Result 2022: ৮৫ শতাংশ তৃণমূলের, সিঙ্গল ডিজিটে বিজেপি-বাম-কংগ্রেস, জেনে নিন আসানসোলের ওয়ার্ডভিত্তিক ফল
দেখুন পূর্ণাঙ্গ তালিকা, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 6:18 PM

আসানসোল: সোমবার চার পুরনিগমের  ভোটের  (Municipal Elections 2022) ফলাফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোলের মধ্যে সর্ববৃহৎ পুরনিগম এটিই।  ১০৬ টি ওয়ার্ড সমন্বিত আসানসোল পুরনিগমে (Asansol Municipal Election) ভোটার ৯ লক্ষেরও বেশি। মোট ৪৩০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ এই পুরনিগমে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আসানসোলের একাধিক পুরনিগমে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছিল। এমনকী দুটি ওয়ার্ডে গুলি চলার খবরও সামনে আসে। যদিও কমিশন জানিয়ে দেয় কোথাও কোনও গুলি চলেনি। একইসঙ্গে আসানসোলের ৪০ ও ১৩ নম্বর ওয়ার্ডে ইভিএম ড্যামেজের কথা জানালেও স্ক্রুটিনির পর কমিশন জানিয়ে দেয় ইভিএম দ্রুত বদল হয়েছে। নতুন ইভিএম  আনাতে তাতে পুরনো ভোটের কোনও ক্ষতি হয়নি। ফলে, সেই ভোটগুলিও ভোট হিসেবে ধার্য হবে। যদিও, আসানসোলের বিজেপি প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন।

আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি  নির্বাচনের দিন পুলিশের সামনে কেঁদে ভাসিয়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ‘গায়ে হাত তোলার…’। পুরভোটের দিন বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছিল হাজি কদমস্কুলের বুথে। ভোটের দিন সকালে স্কুলের বুথ পরিদর্শনে গিয়েছিলেন চৈতালি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী জিতেন্দ্রও। । কিন্তু স্কুল-বুথে ঢোকার আগেই ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তবে চৈতালির অভিযোগ, তৃণমূলের লোক বিক্ষোভ দেখিয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরেও জয়লাভ করলেন চৈতালি।

তবে, সামগ্রিকভাবে আসানসোলে এগিয়ে রয়েছে তৃণমূলই। আসানসোলের, সর্বাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। একাধিক ওয়ার্ডে মিলেছে জয়ও। আসানসোল পুরনিগমের ৪০ এবং ৪৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। ৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন প্রাক্তন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।

গত পুরভোটে,  আসানসোলে, পুরসভা দখলের লড়াইয়ে এগিয়েছিল তৃণমূল। ৭৬টি আসন লাভ করেছিল রাজ্যের বর্তমান শাসক দল। দ্বিতীয় স্থানে সিপিএম ও তৃতীয় স্থানে ছিল বিজেপি। দেখুন আসানসোল  পুরনিগমের সমস্ত ফলাফল একনজরে…
ওয়ার্ড জয়ী দ্বিতীয় স্থান
ওয়ার্ড-১ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-২ তৃণমূল    সিপিএম
ওয়ার্ড-৩ তৃণমূল  এফবি
ওয়ার্ড-৪ তৃণমূল    বিজেপি
ওয়ার্ড-৫ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৬ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৭ তৃণমূল  সিপিএম
ওয়ার্ড-৮ তৃণমূল  সিপিএম
ওয়ার্ড-৯ তৃণমূল  সিপিএম
ওয়ার্ড-১০ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-১১ তৃণমূল    সিপিএম
ওয়ার্ড-১২  তৃণমূল    সিপিএম
ওয়ার্ড-১৩ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-১৪  তৃণমূল    সিপিএম
ওয়ার্ড-১৫  তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-১৬ তৃণমূল    কংগ্রেস
ওয়ার্ড-১৭  বিজেপি   কংগ্রেস
ওয়ার্ড-১৮ বিজেপি   সিপিএম
ওয়ার্ড-১৯ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-২০ তৃণমূল    নির্দল
ওয়ার্ড-২১ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-২২ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-২৩ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-২৪ তৃণমূল    বিজেপি
ওয়ার্ড-২৫ কংগ্রেস    বিজেপি
ওয়ার্ড-২৬ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-২৭ বিজেপি   সিপিএম
ওয়ার্ড-২৮ কংগ্রেস   সিপিএম
ওয়ার্ড-২৯  বিজেপি    সিপিএম
ওয়ার্ড-৩০ তৃণমূল  সিপিএম
ওয়ার্ড-৩১ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৩২ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৩৩ সিপিএম
ওয়ার্ড-৩৪ তৃণমূল    বিজেপি
ওয়ার্ড-৩৫ তৃণমূল    সিপিএম
ওয়ার্ড-৩৬ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৩৭ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৩৮ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৩৯ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৪০ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৪১ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৪২  তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৪৩ সিপিএম  তৃণমূল
ওয়ার্ড-৪৪ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৪৫ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৪৬ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৪৭ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৪৮ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৪৯ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৫০ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৫১ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৫২ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৫৩ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৫৪ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৫৫ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৫৬  তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৫৭ তৃণমূল    বিজেপি
ওয়ার্ড-৫৮ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৫৯ কংগ্রেস   তৃণমূল
ওয়ার্ড-৬০ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৬১ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৬২ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৬৩ তৃণমূল   কংগ্রেস
ওয়ার্ড-৬৪ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৬৫ নির্দল   তৃণমূল
ওয়ার্ড-৬৬  তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৬৭  নির্দল   বিজেপি
ওয়ার্ড-৬৮  নির্দল   বিজেপি
ওয়ার্ড-৬৯ বিজেপি   তৃণমূল
ওয়ার্ড-৭০ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৭১ তৃণমূল   কংগ্রেস
ওয়ার্ড-৭২ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৭৩ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৭৪ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৭৫ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৭৬ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৭৭ তৃণমূল  কংগ্রেস
ওয়ার্ড-৭৮ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৭৯ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৮০ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৮১ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৮২ তৃণমূল   কংগ্রেস
ওয়ার্ড-৮৩ তৃণমূল  কংগ্রেস
ওয়ার্ড-৮৪ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৮৫ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৮৬ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৮৭ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৮৮ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-৮৯ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৯০ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৯১ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৯২ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-৯৩ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৯৪ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-৯৫ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৯৬ তৃণমূল সিপিএম
ওয়ার্ড-৯৭ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৯৮ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৯৯ তৃণমূল   সিপিএম
ওয়ার্ড-১০০ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-১০১ তৃণমূল   বিজেপি
ওয়ার্ড-১০২ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-১০৩ বিজেপি   তৃণমূল
ওয়ার্ড-১০৪ তৃণমূল  বিজেপি
ওয়ার্ড-১০৫ বিজেপি  কংগ্রেস
ওয়ার্ড-১০৬ তৃণমূল সিপিএম