Dilip Ghosh: দায়িত্ব পেয়েই দল ভাঙাতে শুরু করলেন দিলীপ

BJP: গত বছর দিলীপকে নিয়ে বিজেপির অন্দরে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সেখানে তাঁর বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। তারপর থেকে কার্যত রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। তাঁর দলবদলের জল্পনাও ছড়িয়েছিল।

Dilip Ghosh: দায়িত্ব পেয়েই দল ভাঙাতে শুরু করলেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 05, 2026 | 11:52 PM

মেদিনীপুর: অমিত শাহের বঙ্গ সফরের পরই ফের চেনা মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াতেন। দলের শক্তিবৃদ্ধিতে নানা পদক্ষেপ করতেন। সেই চেনা দিলীপ ঘোষকেই দেখা গেল মেদিনীপুরে। দল ভাঙানোর ‘খেলা’ শুরু করলেন। তাঁর হাত ধরেই সোমবার ৫০টি পরিবার যোগ দিল বিজেপিতে।   

দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। সোমবার সন্ধেয় নিজের পুরনো লোকসভা কেন্দ্রে দেখা গেল তাঁকে। এদিন সন্ধেয় মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সভা শেষে দিলীপের হাত ধরে মেদিনীপুর শহরে ২৩ নম্বর ওয়ার্ডের ৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি গেরুয়া শিবিরের। পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল ও জেলার একাধিক নেতৃত্ব।

অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বিজেপির জেলা সহসভাপতি শঙ্কর গুছাইত বলেন, “প্রত্যেকদিন তৃণমূলের ভাঙন অব্যাহত। গতকাল ২২ নম্বর ওয়ার্ডে ৪০টি পরিবার বিজেপি যোগদান করে। আজ এসসি, এসটি ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগামিকাল থেকে এই ৫০টি পরিবার বিজেপির হয়ে কাজ করবে।”

দিলীপের হাত ধরে বিজেপিতে যোগদান

গত বছর দিলীপকে নিয়ে বিজেপির অন্দরে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সেখানে তাঁর বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। তারপর থেকে কার্যত রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। তাঁর দলবদলের জল্পনাও ছড়ায়। কয়েকদিন আগে ৩ দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ। আর সেই বৈঠকের পরই চেনা মেজাজে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। দিলীপ নিজেই বলেছেন, শাহ তাঁকে কাজ করতে বলেছেন। আর কাজে নেমেই দল ভাঙানোর খেলা শুরু করে দিলেন দিলীপ।