AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ৬ মাস পর শাহর সভায়, বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা দিলীপের?

Dilip Ghosh In Amit Shah's Meeting: সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘পদাধিকারী নই। তাই ডাক পাইনি।" এর আগে গত মে মাসে অমিত শাহর সফরেও দিলীপের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল। কেন তিনি ডাক পাননি, তা নিয়ে প্রকাশ্যে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে চাননি সেসময়ে।

Dilip Ghosh: ৬ মাস পর শাহর সভায়, বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা দিলীপের?
অমিত শাহর সভায় যোগ দিলেন দিলীপ ঘোষ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2025 | 1:22 PM
Share

কলকাতা: বেশ কয়েকটা মাস, বলতে গেলে বছর খানেক তাঁকে সেভাবে দলের কোনও বৈঠক-কর্মসূচিতে দেখা যায়নি। সামনেই মহারণ। ছাব্বিশের নির্বাচনের দামামা কার্যত এসআইআর আবহে বঙ্গে বেজে গিয়েছে। বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এবারের তাঁর সফর কলকাতাকেন্দ্রিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পর দলীয় নেতৃত্বের সঙ্গে কোর কমিটির বৈঠক। আজ ফের বিধায়কদের সঙ্গে বৈঠক শাহ। আর সেই বৈঠকেই দেখা গেল দিলীপ ঘোষকে। ছ’মাস পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের পর জুনে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ। তারপর ৬ মাস আর কোনও দলীয় সাংগঠনিক বৈঠকে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার অমিত শাহর বঙ্গ সফরে দেখতে পাওয়া গেল তাঁকে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘পদাধিকারী নই। তাই ডাক পাইনি।” এর আগে গত মে মাসে অমিত শাহর সফরেও দিলীপের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল। কেন তিনি ডাক পাননি, তা নিয়ে প্রকাশ্যে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে চাননি সেসময়ে। অথচ রাজ্য স্তরের নেতা এবং রাজ্য কমিটির সদস্যদের কাছে বিজেপি-র রাজ্য দফতর থেকেই আমন্ত্রণ-ফোন যায়। সক্রিয় রাজনীতি থেকে কার্যত কিছুটা গুটিয়ে নিতেই দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে গত দু’মাসে হাওয়ার কিছুটা হলেও বদল হয়েছে।

কিছুদিন আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের প্রসঙ্গ শোনা গিয়েছিল। ন্যাশনাল লাইব্রেরিতে তাঁর যোগদানের পিছনে দিলীপের কী ভূমিকা ছিল, সেদিন ব্যক্ত করেছিলেন শুভেন্দু। পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও দিলীপ ঘোষের প্রশংসা শোনা যায়। তাঁকে ফের অমিত শাহর বৈঠকে ডাকা, তাঁকে কীভাবে সাংগঠনিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি অন্দরে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক অভিজ্ঞদের। সূত্রের খবর, হতে পারে অমিত শাহ এই নিয়েই এদিনের বৈঠকে স্পষ্ট কোনও দিগ দিতে পারেন। বাংলায় বিজেপির ইতিহাসে সর্বকালের সেরা ফল দিলীপ ঘোষের সভাপতিত্বেই হয়েছিল।