SIR: ‘রেজাল্ট বেরনোর পরও অনেকে আত্মহত্যা করেন, তাবলে পরীক্ষা নেওয়া কি বন্ধ হয়?’, যুক্তি তাপসের

Tapas Roy: তাপস রায় বলেন, "মৃত্যু যদি আকস্মিক হয় বা অন্য কোনও কারণে হয়, সেটা খারাপের। তাহলে তো বিভিন্ন পরীক্ষা, ফল বেরনোর পরও আমরা শুনতে পাই অসফল, কিংবা আশানুরূপ ফল না করায় বেশ কিছু ছাত্রছাত্রী আত্মহত্যা করে, তাহলে তো পরীক্ষার ফল বেরনো বন্ধ করে দেওয়া উচিত। বা পরীক্ষা নেওয়াই বন্ধ করে দেওয়া উচিত।"

SIR: রেজাল্ট বেরনোর পরও অনেকে আত্মহত্যা করেন, তাবলে পরীক্ষা নেওয়া কি বন্ধ হয়?, যুক্তি তাপসের
তাপস রায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 26, 2025 | 9:16 PM

কলকাতা: এসআইআর-এর শুনানির আগে ফের নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য আরও একবার বলেন, এসআইআর পর্বে এই ৪৬ জনের মৃত্যুর দায় CEC-কে দেওয়ার দাবি জানিয়েছেন। যখন তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে, তখন পাল্টা তৃণমূল কংগ্রেসকেও বিঁধেছে বিজেপি। বিজেপি নেতা তাপস রায় বলেন, “পরীক্ষার রেজাল্ট বেরনোর পরও অনেক পড়ুয়া আত্মহত্যা করে। তাই বলে কি পরীক্ষা নেওয়াই বন্ধ করতে হবে?”

তিনি বলেন, “মৃত্যু যদি আকস্মিক হয় বা অন্য কোনও কারণে হয়, সেটা খারাপের। তাহলে তো বিভিন্ন পরীক্ষা, ফল বেরনোর পরও আমরা শুনতে পাই অসফল, কিংবা আশানুরূপ ফল না করায় বেশ কিছু ছাত্রছাত্রী আত্মহত্যা করে, তাহলে তো পরীক্ষার ফল বেরনো বন্ধ করে দেওয়া উচিত। বা পরীক্ষা নেওয়াই বন্ধ করে দেওয়া উচিত।”

প্রসঙ্গত, এসআইআর পর্বে রাজ্যের একাধিক প্রান্ত থেকে মৃত্যু খবর এসেছে। সেক্ষেত্রে পরিবার কিংবা শাসকদলের তরফ থেকে দাবি করা হয়, এসআইআর আতঙ্কেই মৃত্যু কিংবা আত্মঘাতী হয়েছেন। শনিবার এসআইআর-এর শুনানি শুরু হচ্ছে। এর মধ্যেই শুক্রবার খবর আসে,  মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পরিবারের দাবি,  বাবার পদবির সঙ্গে তাঁর পদবি আন ম্যাচিং হওয়ায় নোটিস এসেছিল। তাতেই আতঙ্কে হৃদরোগ আক্রান্ত হন তিনি। অন্যদিকে, বীরভূমের সাঁইথিয়াতেও এক ভোটারের মৃত্যু হয়। বরাবরই এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল। শুনানি পর্বের আগেও এটাকেই ইস্যু করেছে তৃণমূল। তার প্রেক্ষিতেই এই যুক্ত খাড়া করেন বিজেপি নেতা তাপস রায়।