
কলকাতা: এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। একজন ভোটারকেও শোকজ করা হয়েছে। অভিযোগ, তাঁর দু’জায়গায় নাম রয়েছে। কিন্তু একটি ফর্মেই সই করা হয়েছে। অন্য ফর্ম অন্য কেউ সই করেছে। শ্যামপুকুরেও নাম রয়েছে , অশোকনগরেও নাম রয়েছে। সেই ভোটারকে শোকজ করা হয়েছে। তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুনানির জন্য ভোটারদের নোটিস দেওয়ার কথা ছিল। কিন্তু নোটিস দেওয়া যায়নি। কমিশন সূত্রে খবর, নোটিস স্থানীয় ভাষায় অনুবাদ করা হচ্ছে। শুক্রবার থেকে নোটিস দেওয়া শুরু হবে।
সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পরে বিভিন্ন সূত্র থেকে ৭০-৭৫টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৫-৭টি অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গিয়েছে। কোনও লিখিত অভিযোগ এসেছে। সেগুলি খতিয়ে দেখে পদক্ষেপ করার কথা জানিয়েছে কমিশন। অতিরিক্ত ২৮০০ জন এইআরও নিয়োগ করতে রাজ্যের কাছে অফিসার চেয়েছিল কমিশন। রাজ্য সেই সব অফিসার দিয়েছে।
শুনানির কাজে প্রয়োজনে ওই আধিকারিককে ব্যবহার করা হবে। এর আগে ২৯৪টি বিধানসভা আসনের ২৯৪ জন ইআরও নিয়োগ করা হয়েছিল। এ ছাড়া নিয়োগ করা হয়েছিল ৩০৫৯ জন এইআরও। প্রায়ই রাজ্যের সিইও দফতরে আঞ্চলিক বৈদেশিক পঞ্জিয়ন কার্যালয় (ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস) থেকে বিদেশি নাগরিকদের অবৈধ ভোটার কার্ড বাতিলের সুপারিশ করেছে। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এমন সুপারিশ পাওয়া গেলে ইআরও-র গাফিলতি হিসাবে ধরা হতে পারে। তখন ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকলে শাস্তির মুখে পড়বেন ইআরও-রা।