Bankura: খসড়া তালিকা প্রকাশের দিনই ইভিএম, VVPAT চেকিং শুরু বাংলায়, হবে মক পোলও
শুরু হয়ে গিয়েছে ভোটের প্রশাসনিক প্রস্তুতিও। কমিশনের নির্দেশে এদিন থেকে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভার প্রতিটি বুথে যে ইভিএম, ভিভিপ্যাট, ভিজ্যুয়াল ইউনিট ও কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে সেগুলিকে পরীক্ষার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন।

বাঁকুড়া: খসড়া তালিকা প্রকাশের দিনই শুরু হয়ে গেল নির্বাচনের প্রস্তুতি। ভোটের দিন ঘোষণা হতে এখনও অনেক বাকি। কবে ঘোষণা হবে, সেই তথ্যও এখনও সামনে আসেনি। এরই মধ্যে ইভিএম, ভিভিপ্যাটের চেকিং শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের কাজ মঙ্গলবারই শুরু হয়ে গেল বাঁকুড়ায়।
নির্বাচন কমিশনের তরফে আজই প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। আর তার মাঝেই কমিশনের নির্দেশে বাঁকুড়া জেলায় শুরু হয়ে গেল ২০২৬-এর নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি। কমিশনের নির্দেশে আজ সকাল থেকে শুরু হয়েছে ইভিএম, ভিভিপ্যাট, ভিজ্যুয়াল ইউনিট ও কন্ট্রোল ইউনিটের পরীক্ষার প্রথম পর্যায়।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ। মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা ও বাদ পড়া ভোটারদের তালিকা। এর মাঝেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রশাসনিক প্রস্তুতিও। কমিশনের নির্দেশে এদিন থেকে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভার প্রতিটি বুথে যে ইভিএম, ভিভিপ্যাট, ভিজ্যুয়াল ইউনিট ও কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে সেগুলিকে পরীক্ষার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন।
বাঁকুড়ার ডাক বাংলোতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে পরীক্ষা করে দেখা হচ্ছে নির্বাচনের কাজে ব্যবহৃত যন্ত্রগুলিকে। জানা গিয়েছে, এই পরীক্ষার কাজ চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। মোট ৩টি ধাপে এই পরীক্ষার কাজ হবে। প্রথম ধাপে ইঞ্জিনিয়াররা প্রতিটি ইভিএম, ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট ও ভিজ্যুয়াল ইউনিট পরীক্ষা করে দেখবেন সেগুলি সঠিকভাবে কাজ করছে কি না।
এবার প্রশাসনিক আধিকারিকরা ওই যন্ত্রে নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে দেখবেন তা যন্ত্রে ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না। শেষ ধাপে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা র্যানডাম কিছু ইভিএম বেছে তাতে মক পোল করবেন। জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভার ৩২৮৯ টি বুথে ভোটগ্রহণের জন্য বরাদ্দ ৪৭০০ টিরও বেশি ইভিএম যন্ত্রকে পরীক্ষা করা হবে।
