AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: কমিশন কীভাবে হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করছে? ‘ফাঁস’ করলেন অভিষেক

Abhishek Banerjee- CEC Meeting: অভিষেকের প্রশ্ন, "কমিশনের নোটিফিকেশন দিতে সমস্যা কোথায়?" আর তার কারণ ব্যাখ্যা করেই অভিষেক বলেন, " আসলে ওরা (কমিশন) যদি নোটিফিকেশন দেয়, তাহলে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে,সেটাকে চ্যালেঞ্জ করার।" নির্বাচন কমিশন ঠিক কী লুকোতে চাইছে, সে প্রশ্ন তোলেন তিনি।

Abhishek Banerjee: কমিশন কীভাবে হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করছে? 'ফাঁস' করলেন অভিষেক
সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Updated on: Dec 31, 2025 | 5:16 PM
Share

নয়া দিল্লি: এসআইআর সংক্রান্ত সমস্ত নোটিস কেন হোয়াটসঅ্যাপ পাঠানো হচ্ছে? কেন কোনও লিখিত নির্দেশিকা দেওয়া হচ্ছে না? এই নিয়ে বুধবার CEC জ্ঞানেশ কুমারকে সরসারি প্রশ্ন করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক-সহ তৃণমূলের ১০ সাংসদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানে এসআইআর সংক্রান্ত একাধিক প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। ভোটার তালিকাতেই কীভাবে ভোট চুরি হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা দেন।

সে সংক্রান্ত বিষয়ে বলতে গিয়েই অভিষেক বলেন, “নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে। একটি সরকারি নির্দেশ কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসতে পারে? কেন্দ্র কি চাইছে, সরকারি সমস্ত নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসবে? নির্বাচন কমিশন কি চাইছে, দেশের রাজ্য-শহরগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিয়ে চালাতে চাইছে? কোনও রকমের সার্কুলার কিংবা ফরম্যাল নোটিস ইস্যু না করেই, কীভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিতে পারে?”

অভিষেকের প্রশ্ন, “কমিশনের নোটিফিকেশন দিতে সমস্যা কোথায়?” আর তার কারণ ব্যাখ্যা করেই অভিষেক বলেন, ” আসলে ওরা (কমিশন) যদি নোটিফিকেশন দেয়, তাহলে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে,সেটাকে চ্যালেঞ্জ করার।” নির্বাচন কমিশন ঠিক কী লুকোতে চাইছে, সে প্রশ্ন তোলেন তিনি।

এসআইআর-এর প্রথম পর্যায় থেকেই বিএলওরা অভিযোগে সোচ্চার হয়েছিলেন। নিত্য নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিশনের তরফ থেকে নির্দেশিকা আসছে। এসআইআর পর্ব প্রায় শেষ পর্যায়ে। এখনও এই সংক্রান্ত সমস্ত নির্দেশিকাই নোটিস আকারে না দিয়ে, হোয়াটসঅ্যাপেই দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিষেকের অভিযোগ, ‘ব্যাক এন্ডেসে’ নাম ডিলিট করা হচ্ছে। ভোটার তালিকাতেই আসলে ভোট চুরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।