Special Electoral Roll Hearings: খসড়া তালিকায় নাম নেই, আপনাকে কীভাবে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন?

SIR 2025 Draft List: খসড়া তালিকায় নাম আসেনি আপনার। নাম না আসার তালিকায় নিজের নাম খুঁজে পেয়েছেন আপনি। তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কমিশন? আপনার মোবাইল নম্বরে মেসেজ করে আপনাকে জানাতে পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও নোটিস আসবে আপনার কাছে।

Special Electoral Roll Hearings: খসড়া তালিকায় নাম নেই, আপনাকে কীভাবে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন?
কীভাবে আপনাকে ডাকা হবে হিয়ারিংয়ে?Image Credit source: Faisal Khan/NurPhoto via Getty Images

Dec 16, 2025 | 2:12 PM

এসআইআরের খসড়া তালিকায় আপনার নাম না থাকলে আপনাকে ডেকে পাঠাবে ইলেকশন কমিশন। এ তো আপনি জানেনই। আপনাকে ডেকে পাঠানো হবে আপনার জেলা বা মহকুমার কোনও সরকারি আধিকারিকের অফিসে। যেমন জেলা শাসক, মহকুমা শাসক বা অন্য কোনও অফিসে। আসলে আপনার জেলার বিভিন্ন আধিকারিকই আসলে ইআরও বা এইআরও। কিন্তু আপনাকে যদি ডেকে পাঠায় ইলেকশন কমিশন, তাহলে আপনি কীভাবে জানবেন সেই খবর?

খসড়া তালিকায় নাম আসেনি আপনার। নাম না আসার তালিকায় নিজের নাম খুঁজে পেয়েছেন আপনি। তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কমিশন? আপনার মোবাইল নম্বরে মেসেজ করে আপনাকে জানাতে পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও ইলেকশন কমিশন আপনার জন্য একটা নোটিস পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে আপনার হিয়ারিংয়ের তারিখ ও সময়। তবে, এটাও ঠিক যে আপনার মেল আইডিতে মেলও করবে না বা আপনার ঠিকানায় চিঠিও পাঠাবে না কমিশন।

আপনার যদি খসড়া তালিকায় নাম না আসে তাহলে আপনাকে নোটিস আকারে সমন পাঠাবে ইলেকশন কমিশন। আর সেই নোটিস নিয়ে আপনার কাছে আসবেন বিএলওরা। অর্থাৎ, আপনার বিএলওই আপনাকে জানাবে আপনাকে কোথায় যেতে হবে হিয়ারিংয়ের জন্য। এ ছাড়াও আপনি এসআইআর সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে আপনি যোগাযোগ করুন আপনার বিএলওর সঙ্গে। তার জন্য ভোটারস হেল্পলাইন অ্যাপে যান। সেখানে আপনার এলাকা দিয়ে আপনি সার্চ করে নিন আপনার বিএলওর ফোন নম্বর। আর কমিশন হিয়ারিংয়ের যে তারিখ দেবে, প্রয়োজনীয় বৈধ ডকুমেন্ট নিয়ে সেই তারিখে পৌঁছে যান আপনার ইআরও বা এইআরও-র অফিসে।