
কলকাতা: প্রকাশিত হল বাংলার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা। সঙ্গে এল নাম বাদের তালিকাও। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল কমিশন। কিন্তু সকাল সোয়া ৯টার মধ্য়ে সেই তালিকাগুলি প্রকাশ করে দিয়েছে সিইও দফতর। একই সঙ্গে দেখা যাচ্ছে খসড়া তালিকা এবং নাম বাদের তালিকা।
ঠিক যেমন ভাবে ২০০২ সালের তালিকা নিজের নাম খুঁজছিলেন ভোটাররা, এক্ষেত্রেও সেই একই নিয়ম। কমিশন প্রদত্ত ওয়েবসাইট- ceowestbengal.wb.gov.in/asd_SIR –এ গেলেই দেখা যাবে নাম বাদের তালিকা। প্রথমেই ক্লিক করে চলে যান এই ওয়েবসাইটে। তারপর আপনার চোখের সামনে ভেসে উঠবে তিনটি অপশন –
এপিক নম্বর অপশনে ক্লিক করলে আপনাকে দিতে হবে আপনার ভোটার কার্ডে উল্লেখিত এপিক নম্বর। যদি আপনার নাম বাদ না যায়, তা হলে এই সার্চের পর কোনও কিছু পাবেন না। কিন্তু কোনও নাম বাদ গেলে, তা উঠে আসতে পারে।
সার্চ বাই এপিক নম্বরের পাশে রয়েছে নাম বাদের তালিকা অর্থাৎ বিধানসভা ভিত্তিক এএসডি তালিকা। এই অপশনে ক্লিক করার পর ভোটারকে দু’টি তথ্য দিতে হবে। প্রথম জেলা, দ্বিতীয় তাঁর বিধানসভা কেন্দ্র। তারপর সেই অনুযায়ী চলে আসবে সংশ্লিষ্ট কেন্দ্রের অধীনস্থ ভোটকেন্দ্রগুলি। তার পাশেই থাকবে ডাউনলোড অপশন। তাতে ক্লিক করলেই ভেসে উঠবে নাম বাদের তালিকা। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র থেকে কাদের নাম বাদ গেল, কেন বাদ গেল, সবটাই লেখা রয়েছে এই তালিকায়।
কমিশন সূত্রে খবর, এই খসড়া তালিকা থেকে আপাতত বিয়োগ হয়েছেন ৫৮ লক্ষ ভোটার। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ ডুপ্লিকেট। কমিশনর প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। এবার খসড়া তালিকায় নাম খোঁজার ক্ষেত্রে কারওর চলে যেতে পারেন কমিশনের অন্য একটি সাইটে। সেটি হল voters.eci.gov.in/Homepage।