Election 2026: এবারের ভোটে দফা ভিত্তিক আরও বেশি বাহিনীর প্রস্তাব: সূত্র
West Bengal Election 2026: ২০১১ সালে বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। ২০১৬ সালে বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়। এবার ৮ দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে বলে খবর। প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। দফা কমানো হলে বেশি বাহিনী চাই, বৈঠকে এমনই আর্জি জানিয়েছেন সিইও। খবর সূত্রের।
বাংলার ভোটে কী এবার দফা কমতে চলেছে? দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পরই এ নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২১ সালে ৮ দফা ভোট হয়েছিল এই বাংলাতে। মোতায়েন করা হয়েছিল মোট ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০১১ সালে বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। ২০১৬ সালে বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়। এবার ৮ দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে বলে খবর। প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। দফা কমানো হলে বেশি বাহিনী চাই, বৈঠকে এমনই আর্জি জানিয়েছেন সিইও। খবর সূত্রের।
Published on: Jan 07, 2026 04:56 PM

