SIR: ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি না, কীভাবে দেখবেন

WB SIR UPDATES: মঙ্গলবার সকালে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে কাদের নাম বাদ গেল, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। যাদের নাম বাদ গেল, তাদের নামের পাশে বাদ যাওয়ার কারণটাও উল্লেখ করে দেওয়া হল।

SIR: ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি না, কীভাবে দেখবেন
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 16, 2025 | 10:24 AM

কলকাতা: দুপুর ১২টার আগেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সেই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। একমাসের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ চলেছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও ফর্ম সংগ্রহ করেছেন বিএলও-রা। এবার ভোটারদের নিজের নিজের নাম খুঁজে নেওয়ার পালা।

মূলত মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ গিয়েছে এই খসড়া তালিকা থেকে। এছাড়া ভুয়ো ভোটারের নামও বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। তবে অনেক ক্ষেত্রে নথিতে ভুল থাকার কারণে, ফর্মে ভুল থাকার কারণেও ভোটারের নাম বাদ পড়ে থাকতে পারে। সে ক্ষেত্রে শুনানিতে আবার নাম তোলার সম্ভাবনা থাকছে।

তবে তার আগে দেখে নিতে হবে নাম বাদ পড়ল কি না। এর জন্য নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। যাঁরা লগ ইন করতে পারবেন না, যাঁরা ইন্টারনেট ব্যবহার করতে অক্ষম বা কোনও কারণে ওয়েবসাইট খুলবে না, তাঁদের অফলাইনে নাম চেক করতে হবে।

অফলাইনে চেক করতে গেলে সংশ্লিষ্ট এলাকার বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকার প্রিন্ট আউট পাঠানো হচ্ছে সব জেলার জেলাশাসকদের। সেই কাগজ পৌঁছে যাবে বিএলও-দের হাতে। ভোটাররা বিএলও-দের সঙ্গে দেখা করে বা তাঁদের ফোন করে জানতে পারবেন, খসড়া তালিকায় নিজের নাম আছে কি না। তবে সেই তালিকা বিএলও-দের হাতে পৌঁছতে মঙ্গলবার পেরিয়ে বুধবারও হয়ে যেতে পারে।