AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘SIR-এর পর তৃণমূলের সঙ্গে BJP-র ভোট ব্যবধান রইল না’, অঙ্ক বোঝালেন শুভেন্দু

Kolkata: নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল ২১ লক্ষ। আমরা পেয়েছিলাম ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস আরও ছোট পার্টি।"

Suvendu Adhikari: 'SIR-এর পর তৃণমূলের সঙ্গে BJP-র ভোট ব্যবধান রইল না', অঙ্ক বোঝালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 16, 2025 | 6:04 PM
Share

কলকাতা: খসড়া তালিকা প্রকাশ হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নিজের বাসভবনেই জরুরি বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm mamata banerjee)। আর এই আবহের মধ্যেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় মন্তব্য করে বসলেন। তাঁর বক্তব্য, SIR-এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান রইল না। ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল ২১ লক্ষ। আমরা পেয়েছিলাম ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস আরও ছোট পার্টি। ওরাও ভোট কাটার কাজ করে। মূলত, তৃণমূল ভার্সেস-বিজেপির যে লড়াই বাংলায় হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের তফাৎ ২১ লক্ষ। ৫৮ লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্যে থেকে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও তফাৎ এই মুহূর্তে নেই। চূড়ান্ত ভোটার তালিকা বেরলে আরও তালিকা বাদ যাবে। আগে যে বাদ যাওয়ার সংখ্যা বলেছিলাম তার থেকেও বারবে।”

অর্থাৎ বিজেপি নেতার দাবি, বিজেপি আর তৃণমূলের মধ্যে যে ব্যবধান ছিল প্রায় ২১ লক্ষের। এখন সেটা কমেই গিয়েছে।” তবে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী বলেন, “ডিসেম্বর এলেই শুভেন্দুর অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার হয়। ২০২৩-এ প্রতি সপ্তাহে সরকার ফেলে দিত। ১ কোটি ২০ লক্ষের মধ্যে কোথায় গেল মুসলমান-রোহিঙ্গারা?”