Hiran Chatterjee: ‘দল আমাকে বলেছে…’, দিলীপের ‘পছন্দ’ নিয়ে এবার মুখ খুললেন হিরণ

Hiran Chatterjee On Dilip Ghosh: লোকসভা ভোটে ‘অচেনা ময়দানে’ প্রথম বার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই পরাজয়ের ‘গ্লানি’ দীর্ঘদিন বয়েও বেরিয়েছিলেন। বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি।

Hiran Chatterjee: দল আমাকে বলেছে..., দিলীপের পছন্দ নিয়ে এবার মুখ খুললেন হিরণ
হিরণ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2026 | 10:15 PM

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এবারের বঙ্গ সফর বঙ্গ বিজেপি-র ক্ষেত্রে একটা আলাদাই অর্থবহ হয়ে উঠেছে। শাহের বৈঠক, তারপর মধ্যাহ্নভোজে আবারও স্বমহিমায় দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। আর তারপর আবার বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে আলাদা করে দিলীপের বৈঠক। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেছেন তাঁর বরাবরই পছন্দের আসন খড়গপুর। কিন্তু তাঁকে পছন্দের বাইরে লড়তে বলা হয়েছিল।

লোকসভা ভোটে ‘অচেনা ময়দানে’ প্রথম বার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই পরাজয়ের ‘গ্লানি’ দীর্ঘদিন বয়েও বেরিয়েছিলেন। বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবারের অমিত শাহর সভা আর তাতে দিলীপের ‘কামব্যাক’ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্টাই তাৎপর্যপূর্ণ, তেমনটাই বলছেন বিশ্লেষকরা।

কিন্তু কথা যখন দিলীপকে নিয়ে হচ্ছে, আর কেন্দ্র খড়্গপুর। সুতরাং, তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছেন হিরণ চট্টোপাধ্য়ায়। কী বলছেন তিনি? দিলীপের ‘পছন্দ’ নিয়ে TV9 বাংলার কাছে মুখ খোলেন হিরণ। তিনি বলেন, “যদি কেন্দ্রীয় কমিটি আমাকে টিকিট দেন, তা হলে আমি চাইব দিলীপবাবু যেন আমার হয়ে প্রচার করেন এখানে। একেবারে মন থেকে যাতে প্রচার করেন।’‍’ তাঁকে প্রশ্ন করা হয়, দল কি কিছু নির্দেশ দিয়েছে, খড়গপুর থেকে হিরণই লড়বেন কিনা সেই বিষয়ে? হিরণের বক্তব‍্য, “আমাকে দল বলেছে, খড়গপুরে যেরকম কাজ করছি মানুষের জন‍্য, তেমনই করে যেতে।”