Dilip Ghosh: ছাব্বিশের নির্বাচনে বড় দায়িত্বে দিলীপ? শাহের সঙ্গে লাঞ্চ সেরেই কী বললেন দিলীপ?
Dilip Ghosh: প্রসঙ্গত, লোকসভা ভোটে ‘অচেনা ময়দানে’ প্রথম বার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই পরাজয়ের ‘গ্লানি’ দীর্ঘদিন বয়েও বেরিয়েছিলেন। বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে শমীক ভট্টাচার্য যখন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেন, সে সময়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ।

কলকাতা: বার বার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কোনও চর্চিত বিষয়ে এমন কিছু মন্তব্য দিলীপ ঘোষ করে থাকেন, যা বঙ্গ টিমের সমান্তরাল ধারায় প্রতিষ্ঠিত হয়। তার যথেষ্ট প্রামাণ্য মেলে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সাক্ষাতেই। এদিন অমিত শাহর বৈঠকে দেখা গেল দিলীপকে! কেবল ডাকই পেলেন না, শমীক- সুকান্ত-শুভেন্দুর সঙ্গে দিলীপও ছিলেন অমিত শাহর সঙ্গে মধ্যাহ্ন ভোজে। সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন এদিন দিলীপ ঘোষ কী বলেন? পরনে গেরুয়া পাঞ্জাবি-সাদা কালো চেক জহর কোট। স্বমহিমায় দিলীপ ঘোষ বৈঠকে। তখন তিনি একটিও কথা সাংবাদিকদের বললেন না। মিটিং শেষে যখন বেরিয়ে এলেন, সাংবাদিকরা প্রশ্ন করেন, দল কি তাহলে বিশেষ কোনও দায়িত্ব দিলেন? দিলীপ ঘোষের উত্তর, “আজ কেবল শুনতে ডাকা হয়েছিল। যা বলেছেন শুনেছি। যা সিদ্ধান্ত নেবে দল নেবে। যা বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করব।”
কিন্তু বৈঠকে ঠিক কী কথা হয়েছে,তা নিয়ে সাংবাদিকদের সামনে একটিও উচ্চবাক্য করলেন না দিলীপ ঘোষ। বরং প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিকদের সামনে মুখে আঙুল দিয়ে ইশারাও করতে দেখা গেল। তিন দিনের এই বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বকে কঠোর অনুশাসনের বার্তা দিয়েছেন শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এটাই যেন দেখা গেল দিলীপের মন্তব্যে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘পদাধিকারী নই। তাই ডাক পাইনি।” এর আগে গত মে মাসে অমিত শাহর সফরেও দিলীপের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল। কেন তিনি ডাক পাননি, তা নিয়ে প্রকাশ্যে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে চাননি সেসময়ে।
প্রসঙ্গত, লোকসভা ভোটে ‘অচেনা ময়দানে’ প্রথম বার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই পরাজয়ের ‘গ্লানি’ দীর্ঘদিন বয়েও বেরিয়েছিলেন। বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে শমীক ভট্টাচার্য যখন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেন, সে সময়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ। শমীক সে সময়ে বলেছিলেন, “আগামী ১৫ দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন।” ছাব্বিশের নির্বাচনে দিলীপ ঘোষকে বড় কোনও দায়িত্বে দেখা যাবে কিনা, তা নিয়ে জল্পনা জিইয়েই থাকল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ছাব্বিশের নির্বাচনের আগে আবারও সংঘবদ্ধ বঙ্গ বিজেপিকে দেখা যাবে ভোটের ময়দানে। আর তাতে অনুঘটকের কাজ করবে ‘শাহি টনিক’।
