Mamata Banerjee: ‘মহিলা আর নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে’, ফের ‘ভ্যানিশকুমার’কে তোপ দাগলেন মমতা
Mamata Banerjee On SIR: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি তাঁর ক্ষমতা লাগিয়ে আত্মীয়ের পদোন্নতি করিয়েছেন। সে প্রসঙ্গে মমতা বলেন, "মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ। এত নাম কেটে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকি তোমায় ফুঁড়ে বের করব।"

কলকাতা: IPAC ইডি তল্লাশি, তার প্রতিবাদে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেই সভা থেকেই আরও একবার SIR ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। আরও একবার নাম না করে ‘ভ্যানিশকুমার’ বলেই তোপ দাগলেন তিনি। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ” নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে।”
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি তাঁর ক্ষমতা লাগিয়ে আত্মীয়ের পদোন্নতি করিয়েছেন। সে প্রসঙ্গে মমতা বলেন, “মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ। এত নাম কেটে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকি তোমায় ফুঁড়ে বের করব।”
মমতা বলেন, “ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে তাহলে বলব না কেন? উনি কি ম্যাজিশিয়ান। নাগরিকদের অধিকার কাড়লে, আপনাদের অধিকার কাড়ব।” তাঁর হুঁশিয়ারি, “মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কীভাবে করতে হয়, আমাদের সাংসদরা করেছেন।”
তাঁর অভিযোগ, ৫৪ লক্ষের মধ্যে বেশিরভাগ মহিলাদের নামই বাদ দিয়েছে। অথচ তিনি বলেন, “ERO -র ঘাড়ে দোষ চাপাচ্ছে। অথচ ইআরও জানেই না। কত বড় অন্যায়। এই যে দেব বসে আছে, ওঠো–ওঠো…কত বছর ধরে বাংলায় সিনেমা করছে।”
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এসআইআর-এর বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে চলতি সপ্তাহেই জ্ঞানেশ কুমারকে চিঠি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে তিন পাতার চিঠিতে তিনি এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জানিয়েছেন, এগুলির সমাধান না-হলে ‘অপূরণীয় ক্ষতি’ হয়ে যাবে।
