AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে কী বললেন তৃণমূল নেতা? শোরগোল পূর্ব মেদিনীপুরে

TMC leader gives slogan for Suvendu Adhikari: তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলেন। কিন্তু, যেহেতু এতদিন শুভেন্দুবাবু তৃণমূল করতেন, তাই হয়তো মুখ ফস্কে জিন্দাবাদ বলে ফেলেছেন। তবে কোন প্রেক্ষিতে তরুণ জানা এটা বলেছেন, তা তিনিই বলতে পারবেন।"

Purba Medinipur: মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে কী বললেন তৃণমূল নেতা? শোরগোল পূর্ব মেদিনীপুরে
কী বললেন তৃণমূল নেতা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2026 | 9:25 PM
Share

কাঁথি: পিছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন জেলার ঘাসফুল শিবিরের নেতা। আর মমতার নামে স্লোগান দিতে গিয়ে একসঙ্গে শুভেন্দু অধিকারীর নামেও স্লোগান দিলেন ওই নেতা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় এই ঘটনায় শোরগোল পড়েছে। ভাইরাল হয়েছে শুভেন্দুর নামে তৃণমূল নেতার স্লোগান দেওয়ার ভিডিয়ো। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। আর এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির।

ভাইরাল ভিডিয়োতে যাঁকে শুভেন্দুর নামে স্লোগান দিতে দেখা গিয়েছে, সেই তরুণ জানা জেলায় শাসকদলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক। এগরা ও উত্তর কাঁথি বিধানসভার কো-অর্ডিনেটর। আবার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষও পদেও রয়েছেন। গত ১ জানুয়ারি দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি শুভেন্দুর নামে স্লোগান দেন বলে বিজেপির দাবি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গেরুয়া শিবির।

ভাইরাল ভিডিয়োতে তরুণ জানাকে বলতে শোনা যায়, “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।” তিনি এই স্লোগান দেওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা একজনকে হাততালি দিতে দেখা যায়। আর একজন নেতার পিঠে টোকা দিয়ে তাঁর ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তো শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে ফেলেছেন ওই নেতা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

মুখ ফস্কে নাকি মন ফস্কে তৃণমূল নেতা এই কথা বলেছেন, তা নিয়ে জল্পনা বেড়েছে জেলার রাজনৈতিক মহলে। আর যাঁর নামে স্লোগান দেওয়া হয়েছে, সেই শুভেন্দু অধিকারী হেসে বললেন, “ওকে বিপদে ফেলে লাভ নেই। আমার মনে হয়, মুখ ফস্কে বলে ফেলেছেন। এরা তো সবসময় আমার কথাই বলেন।” এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানকে বারবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলেন। কিন্তু, যেহেতু এতদিন শুভেন্দুবাবু তৃণমূল করতেন, তাই হয়তো মুখ ফস্কে জিন্দাবাদ বলে ফেলেছেন। তবে কোন প্রেক্ষিতে তরুণ জানা এটা বলেছেন, তা তিনিই বলতে পারবেন।”

এদিকে দল অস্বস্তিতে পড়েছে বুঝতে পেরেই তরুণ জানা এই ভিডিয়োর পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, AI দিয়ে এটা তৈরি করেছে বিজেপি।