Mamata Banerjee: ছাব্বিশের নির্বাচনে খেলার নাম ‘ফাটাফাটি’! মমতা বললেন ‘দারুণ হবে’

Mamata Banerjee in Bankura: একুশের নির্বাচনে বাংলায় দু'শোর বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। জিতেছিল ৭৭টি আসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ছাব্বিশের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাবে বিজেপি। এদিন বড়জোড়ার সভা থেকে তা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: ছাব্বিশের নির্বাচনে খেলার নাম ফাটাফাটি! মমতা বললেন দারুণ হবে
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 30, 2025 | 3:38 PM

বড়জোড়া: একুশের নির্বাচনে সাড়া ফেলেছিল ‘খেলা হবে’ স্লোগান। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এই নিয়ে গানও বেঁধেছিলেন। পাঁচ বছর আগে দু’শোর বেশি আসন পেয়েছিল ঘাসফুল শিবির। ছাব্বিশের নির্বাচনেও কি ‘খেলা হবে’ স্লোগান রাজনীতির ময়দান কাঁপাবে? এই নিয়ে যখন জল্পনা বাড়ছে, তখন ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে তিনি বললেন, “এবারকার খেলার নাম হবে ফাটাফাটি।”

একুশের নির্বাচনে বাংলায় দু’শোর বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। জিতেছিল ৭৭টি আসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ছাব্বিশের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাবে বিজেপি। এদিন বড়জোড়ার সভা থেকে তা নিয়ে কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, “আগেরবার দু’শো পার বলেছিলেন। পগারপার হয়ে গিয়েছিলেন। এবার জিজ্ঞাসা করুন, ইসবার কিতনা হোগা? আজকে বলেছেন, এবার দুই-তৃতীয়াংশ। এবার তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে তোমাকে দেশ থেকে পার করবে।”

বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, “দিল্লি সামলাতে পারে না। আপনি দিল্লি সামলান। বাংলা সামলানোর জন্য আপনার মতো দুরাচারীর প্রয়োজন নেই। বাংলা সামলানোর জন্য বাংলার মানুষ রয়েছেন।” নাম না করে শাহকে কটাক্ষ করে মমতা বলেন, “এখন বাংলা ঘুরে যাচ্ছেন। ভোটের সময় আসবেন না? তখন জয়নগরের নাড়ু খাবেন।”

তারপরই তৃণমূল কর্মী-সমর্থদের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, “যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়ব, মরব। কিন্তু, মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে। আমাকে যদি এত ভয়, গুলি করে মেরে দাও না।” এরপর ‘খেলা হবে’-র কথা বলেন তিনি। একুশের নির্বাচনের ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “দারুণ খেলা হবে এবার। ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কী, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ লাগবে।”

এসআইআর প্রক্রিয়া নিয়েও কর্মী-সমর্থকদের বার্তা দেন তিনি। বলেন, “সবার নাম তুলুন। যদি একজন ন্যায্য ভোটারের নাম বাদ দেয়, তাহলে আন্দোলন দিল্লিতেও হবে, বাংলাতেও হবে।” এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আমরা ওয়াকফ সম্পত্তি দখল করতে দেব না। আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না। মন্দির দখল করতে দেব না। গুরুদ্বারও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাতে দেব না।”