e Amit Shah: জ্যোতিপ্রিয়, ফিরহাদ, মদনদের আপনি টিকিট দেবেনই, না হলে তাঁরা ফাঁস করে দেবেন: শাহ - Bengali News | Union home minister Amit Shah slams TMC supremo Mamata Banerjee over allegation of corruption against TMC leaders | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: জ্যোতিপ্রিয়, ফিরহাদ, মদনদের আপনি টিকিট দেবেনই, না হলে তাঁরা ফাঁস করে দেবেন: শাহ

Amit Shah attacks Mamata Banerjee: তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, "আমি বাংলার মানুষকে বলে যাই, বিজেপি সরকার গঠনের পর সুপ্রিমো কোর্টের বিচারপতির নেতৃত্বে সমস্ত দুর্নীতির তদন্ত করাব। এবং প্রত্যেক দুর্নীতিগ্রস্তকে ধরে ধরে জেলে পাঠাব।"

Amit Shah: জ্যোতিপ্রিয়, ফিরহাদ, মদনদের আপনি টিকিট দেবেনই, না হলে তাঁরা ফাঁস করে দেবেন: শাহ
অমিত শাহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 4:36 PM
Share

ব্যারাকপুর: বাংলায় বিজেপির জোড়া কর্মসূচি থেকে শনিবার দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেনে টানলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির কথা। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে জানিয়ে দিলেন, বাংলায় বিজেপি সরকার গঠনের পর সব দুর্নীতিগ্রস্তকে জেলে পাঠানো হবে।

এদিন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দুর্নীতি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দুর্নীতি কোথায় হয়েছে? আমি বলছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌরসভায় নিয়োগ দুর্নীতি, একশো দিনের কাজে দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি এই কারণে দুর্নীতি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষ আপনার মোহ দূর করে দিলে, সব দেখতে পাবেন।” কর্মিসভায় উপস্থিত মানুষকে উদ্দেশ করে শাহ বলে, “বাংলায় দুর্নীতি সব সীমা পেরিয়ে গিয়েছে কি না, আমায় বলুন সবাই। এই সরকারের কি আর থাকা উচিত?”

এরপরই মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহ বলেন, “পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, মদন মিত্র, চন্দ্রনাথ সিনহা, পরেশ পাল, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এরা জেলে গিয়েছেন। আমি আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, যদি আপনার সাহস থাকে, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন, তবে এই সব ব্যক্তিদের টিকিট না দিয়ে দেখান। আপনি করতে পারবেন না। আপনি যদি এদের টিকিট না দেন, তাঁরা ভাইপোর নাম বলে দেবেন।”

তবে বাংলায় বিজেপি সরকার গঠন হলে দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, “আমি বাংলার মানুষকে বলে যাই, বিজেপি সরকার গঠনের পর সুপ্রিমো কোর্টের বিচারপতির নেতৃত্বে সমস্ত দুর্নীতির তদন্ত করাব। এবং প্রত্যেক দুর্নীতিগ্রস্তকে ধরে ধরে জেলে পাঠাব।”