
কলকাতা: জোটসঙ্গী খুঁজছেন হুমায়ুন কবীর। একদিকে রাজ্যের শাসকদলকে আসন্ন নির্বাচনে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন। আবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির শরিক খুঁজতে অন্য দলগুলিকে বার্তা পাঠাচ্ছেন। বামেদের সঙ্গেও জোটে আগ্রহী তিনি। কিন্তু, ছাব্বিশের নির্বাচনে কি জনতা উন্নয়ন পার্টির হাত ধরবে বামফ্রন্ট? একেবারে নাকচ করে দিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কী বললেন বর্ষীয়ান বাম নেতা?
তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পর মাস খানেক আগে নিজের নতুন দল গঠন করেছেন হুমায়ুন। প্রতিদিন শাসকদলকে বিঁধে চলেছেন। আবার তাঁর দল কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে নানা মন্তব্য করে চলেছেন। তৃণমূলকে তিনি যে ক্ষমতা থেকে সরাবেন, সেকথাও জোর দিয়ে বলছেন। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের তার দলের সঙ্গে জোটে আহ্বান জানিয়েছেন হুমায়ুন। কংগ্রেস, আইএসএফ, মিমকে বার্তা পাঠিয়েছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত তাঁর দলের সঙ্গে জোটের দরজা খোলা বলে জানিয়েছেন। বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তাদেরও আহ্বান জানান হুমায়ুন। আবার তিনি বলেছেন, তিনিই সরকার গড়বেন। তাঁর দল যদি ১০১টি আসন পায় এবং সরকার গড়তে বিজেপির সমর্থন প্রয়োজন হয়, তাহলে বিজেপির সমর্থন নেবেনও বলে জানিয়েছেন। সবমিলিয়ে জোটসঙ্গীর আশায় রয়েছেন হুমায়ুন।
আবার বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আলোচনা চলেছে বামফ্রন্টেও। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিমান বসুর সঙ্গে কথা বলেছেন। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “বামফ্রন্টে জোট নিয়ে আলোচনা চলছে। এখনও বাইরে বলার মতো কোনও অবস্থা তৈরি হয়নি। তাই বাইরে কিছু বলছি না। নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে। এখনও শেষ হয়নি।”
তাঁকে প্রশ্ন করা হয়, বামেদের সঙ্গে জোটে আগ্রহী হুমায়ুন। তাঁক দলের সঙ্গে কি জোট করবে বামফ্রন্ট? এই প্রশ্নের উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “হুমায়ুন কবীররা তো কথা বলেনি। তারা মাধ্যম দিয়ে কথা বলেছে। এখনও সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি।” রাজনীতির কারবারিরা বলছেন, হুমায়ুনের সঙ্গে বামেদের জোটের সম্ভাবনা একেবারের খারিজ করে দিলেন না বিমান বসু। ফলে তাঁর এই মন্তব্য নিয়ে জল্পনা আরও বাড়ল। তাহলে কি হুমায়ুন সঠিকভাবে আবেদন করলে জোট নিয়ে ভাববেন বিমানরা?
এই নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “বিমান বসু নিশ্চয় ভুলে যাননি, হুমায়ুন কবীর প্রকাশ্যে বলছেন, বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চান। যিনি সরাসরি বিজেপির সঙ্গে আঁতাতের কথা স্বীকার করছেন, তাঁর সঙ্গে কীভাবে যোগাযোগ রাখছেন বিমান বসুরা? তাহলে কি যেকোনও মূল্যে একটা-দুটো আসন পেতে সেই দিকে এগোচ্ছেন বিমান বসুরা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা আরও খারাপ ট্রেন্ড?”
ALERT
তৃতীয় জোটের আলোচনায় এখনও নেই হুমায়ুনের দল
আইএসএফের সঙ্গে বৈঠক এগোলেও আলোচ্য সূচীতে নেই JUP
তবে হুমায়ুনের জোট আহ্বানকে সপাট খারিজও করছেন না বিমান বসু
TV9 বাংলায় জোটের হাওয়া জিইয়ে রাখলেন বিমান
হুমায়ুন সঠিক মাধ্যম দিয়ে এলে আলোচনায় আসবে বিষয়টি, বার্তা বিমানের